স্পিনারদের রাজত্বে পেরেরা তাণ্ডব
স্পিনারদের রাজত্বের মাঝে ব্যাট হাতে দ্যুতি ছড়িয়ে দলকে খাদের কিনারা থেকে লড়াকু অবস্থানে নিয়ে গেছেন সফরকারী শ্রীলঙ্কা ‘এ’ দলের অধিনায়ক থিসারা পেরেরা। তার ৮৮ বলের অনবদ্য ১১১ রানের ইনিংসে চড়ে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে স্বাগতিকদের ২৭৬ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছে সফরকারীরা।
সানজামুল ইসলাম-নাঈম হাসানদের স্পিন ভেল্কিতে ১২১ রানে ৬ উইকেট হারিয়ে সফরকারীরা যখন অল্প রানের মধ্যে অল-আউট হয়ে যাওয়ার শঙ্কায় তখন ক্রিজে আসেন লঙ্কান কাপ্তান। দলের বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতার গল্পের মাঝে ম্যাচের বাকিটা আলো এরপর থেকে নিজের দিকে টেনে নিতে শুরু করেন তিনি।
Also Read - ধোনির অবসরের গুঞ্জন উড়িয়ে দিলেন শাস্ত্রীআগ্রাসী মনোভাবে ব্যাট চালিয়ে অর্ধশতক তুলে নেওয়ার পর পুষ্পকুমারাকে সঙ্গে নিয়ে দলকে ২০০ রানের গণ্ডি সফলভাবে পার করে আরও চড়াও হয়ে খেলতে থাকেন তিনি। ইনিংসের ৩৮তম ওভারে দলীয় ২০৬ রানের সময় পুষ্পকুমারা শরিফের বল তুলে মারতে গিয়ে আউট হলে বিচ্ছিন্ন হয়ে দুজনার মধ্যকার ৭৭ রানের জুটি।
৮ রান করা পুষ্পাকুমারের ফিরে যাওয়ার পর নবম উইকেট জুটিতে মাদুশঙ্কা’কে দলের রানের চাকা বাড়িয়ে নেওয়ার পথে শতক পূর্ণ করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ব্যক্তিগত সংগ্রহ’কে তিন অংকের ঘরে নিয়ে যাওয়ার পর দলীয় স্কোর যখন স্কোরবোর্ডে ২৫০ ঠিক তখন শরিফুল ইসলামের বলে সমাপ্তি ঘটে তার কাব্যিক ইনিংসের। হাল ধরে দলকে লড়াইয়ে ফিরিয়ে আনার ইনিংসে ৯ চার ও ৫ ছয়ে ১২৬.২৪ স্ট্রাইক রেটে ১১১ রান করেন তিনি।
পেরেরার ফিরে যাওয়ার পর শেষ মুহূর্তে রানের চাকা আরও বাড়াতে গিয়ে ৫০তম ওভারের চতুর্থ বলে ৩৬ বলে ৩৬ রানের কার্যকরী ইনিংস খেলা মাদুশঙ্কা আউট হলে শ্রীলঙ্কা ‘এ’ দলের ইনিংস শেষ হয় রানে ২৭৫ রানে।
স্বাগতিক বোলারদের মধ্যে নাঈম হাসান ৪২ রান খরচায় সর্বাধিক ৩টি উইকেট লাভ করেন। এছাড়া ২টি করে উইকেট শিকার করেন সানজামুল ও শরিফুল। ১টি করে উইকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন আল-আমিন, খালেদ আহমেদ ও আফিফ হোসেন।
স্কোরকার্ড-
শ্রীলঙ্কা ‘এ’ দল: ২৭৬/ (৪৯.৪ ওভার)
থিরিমান্নে ০(৫), থারাঙ্গা ৪৪(৫১), প্রিয়াঞ্জন ২১(২৯), শাম্মু ১০(১৬), শানাকা ১৭ (১৭), জয়াসুরিয়া ১২(২০), পেরেরা ১১১(৮৮), ভানুকা ২(৯), পুষ্পকুমারা ৮(২০), পেইরিস ২(৮)*, মাধুশঙ্কা ৩৬(৩৬); নাঈম ১০-০-৪২-৩, সানজামুল ৪-০-২১-২, শরিফুল ১০-০-৭৪-২।