Scores

স্পিনার মুস্তাফিজের বোলিং অ্যাকশন সন্দেহজনক

ঢাকা প্রিমিয়ার লিগ চলাকালীন প্রথম ৩ ম্যাচে ৬ জনের বোলিং অ্যাকশন সন্দেহজনক বলে মনে হয়েছে ম্যাচ অফিসিয়ালের, এই তালিকায় নতুন করে যোগ হচ্ছে আরো দুই বোলারের নাম। বৃহস্পতিবার ডিপিএলের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে আম্পায়ের নজরে আসে এই দুই বোলার।

dpl

 

Also Read - একই দলের হয়ে খেলবেন সাকিব-স্টেইন

রিপোর্ট অনুযায়ী এই তলিকায় রয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের লেফট আর্ম স্পিনার ফয়সাল হোসেন ও নাইম ইসলাম জুনিয়ার। নিজেদের দ্বিতীয় ম্যাচে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ম্যাচ শেষে দুই বোলারের উপর অভিযোগ আনেন ম্যাচ অফিসিয়ালরা। অন্যদিকে টানা দ্বিতীয় বারের মতন বোলিং অ্যাকশন ধরা পড়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের  লেফট আর্ম স্পিনার মুস্তাফিজুর রহমান বাশারের।

অন্যদিকে বোলিং অ্যাকশন শুধরে দীর্ঘ ৩ মাস পর মাঠে ফিরেছেন সঞ্জিত সাহা। বোলিং অ্যাকশন থেকেই ফিরেই নিজেকে নতুনভাবে তুলে ধরলেন সবার কাছে। বৃহস্পতিবার কলাবাগান ক্রিকেট একাডেমীর বিপক্ষে ” লিস্ট এ” ক্রিকেটে ডেব্যু ঘটে তাঁর। ৯ ওভার বল করে ২৩ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট। নতুন বোলিং অ্যাকশনে কোন সমস্যা ধরা পড়েনি আম্পায়ারদের চোখে।

এই বছরের শুরুতে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চলাকালীন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বোলিং অ্যাকশন সমস্যায়  পড়েন সঞ্জিত সাহা। অন্যদিকে ডিপিএলে নাইম, ফয়সালদের পাশাপাশি অবৈধ বোলিংয়ের তালিকায় আছেন লিজেন্ড অফ রুপগঞ্জের  লেফট আর্ম স্পিনার মইনুল ইসলাম, আসিফ আহমেদ রাতুল, আবাহনীর লেফট আর্ম স্পিনার অমিত কুমার, প্রাইম দোলেশ্বরের লেফট আর্ম স্পিনার রেজাউল করিম এবং ক্রিকেট কোচিং স্কুলের মোহাম্মদ সাইফউদ্দিন।

-মুশফিকুর রিফাত, প্রতিবেদক, বিডিক্রিকটিম ডট কম

Related Articles

কালবৈশাখী ঝড়ে সিলেট স্টেডিয়ামের ব্যাপক ক্ষয়ক্ষতি

প্রিমিয়ার লিগে এবারও ভালো করার প্রত্যাশা রাব্বির

ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ শুরু ৭ এপ্রিল

রাজশাহীর সামনে আজ বরিশাল

২০ জুলাই থেকে শুরু বোলিং অ্যাকশন সংশোধনের কাজ