Scores

স্পিন সহায়ক হতে যাচ্ছে চট্টগ্রাম টেস্টের উইকেট

প্রথম টেস্টের জন্য বাংলাদেশের স্কোয়াড ১৬ জনের। তার মধ্যে স্পিনার আছেন নয়জন। এরমধ্যে স্পেশালিস্ট স্পিনারের সংখ্য্যা ছয়। এমন স্কোয়াড দেখে করা যেতেই পারে উইকেটের স্পিন সহায়ক চরিত্রের কথা। বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ভাষ্যমতেও তাই। সফরকারী শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চান্দিমালও মনে করেন টার্নিং হবে উইকেট।

উইকেট নিয়ে কথা বলতে গিয়ে শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চান্দিমাল বলেন, “টার্নিং উইকেট হতে যাচ্ছে।” আর বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ উইকেট সম্পর্কে কথা বলতে গিয়ে তুলে ধরলেন দলের স্পিনারদের আধিপত্য।
স্পিন সহায়ক হতে যাচ্ছে চট্টগ্রাম টেস্টের উইকেট
প্রায় চার বছর পর টেস্ট দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। দলে আছেন টেস্টে এখনো পা না রাখা দুই স্পিনার নাঈম হাসান এবং সানজামুল ইসলাম। আছেন লেগ স্পিনার তানভীর হায়দার। সাথে আছেন তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ। এ ছয়জনের পাশাপাশি রয়েছেন তিন পার্ট টাইমার- মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুমিনুল হক। সব মিলিয়ে নয় জন করেন স্পিন।

মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, “ছয়জন স্পিনার থাকা মানে আপনারাও অনুমান করতে পারছেন কী হতে যাচ্ছে। উইকেট সম্ভবত স্পিন সহায়ক হবে। আমরা আমাদের নিজেদের কন্ডিশনে স্পিনারদের উপর নির্ভর করি।”

Also Read - স্পিনরাজ্যে বাঘ ও সিংহের লড়াই শুরু বুধবার


তবে ছয় স্পিনার থাকার পরেও রয়েছে অভাব। তা হলো দলে নেই সাকিব আল হাসান। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিং করতে গিয়ে চোট পাওয়ায় প্রথম টেস্টে খেলা হচ্ছে না তার। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন সানজামুল এবং তানভীর। পরে নেওয়া হয় আরেক স্পিনার রাজ্জাককেও।

মাহমুদউল্লাহ রিয়াদ স্পিন আক্রমণের শক্তিমত্তার কথা বলার পাশাপাশি উল্লেখ করেন সাকিব আল হাসানের অভাবও। বল হাতে দেশের মাটিতে ইংল্যান্ড ও অস্ট্রেলিকায়ে টেস্ট হারানোতে ভূমিকা রাখেন তিনি।

সাকিবের অভাব নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, “আমাদের এই বিভাগ বেশ ভালো শক্তিশালী। এ ম্যাচে সাকিব নেই। আমরা চেষ্টা করব সেটি পুষিয়ে দেওয়ার।”


আরো পড়ুন : তামিম উইকেটে থাকলে টেনশনে থাকবেন হাতুরেসিংহে


 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

অধিনায়কত্বের চ্যালেঞ্জ উপভোগ করেন রিয়াদ

বাংলাদেশের বিপক্ষে টেস্ট থেকে ছিটকে গেলেন এনগ্রাভা

জয়ের সম্ভাবনায় এগিয়ে পাকিস্তান

‘এবারের চ্যালেঞ্জটা আগের তুলনায় সহজ’

ঢাকা টেস্ট : ব্যাটিংয়ে আসা-যাওয়ার মিছিল, বড় পরাজয়