Scores

স্পোর্টসম্যানশিপের অনন্য নজির স্থাপন করলেন মেন্ডিস

আউট না হয়েও যুবরাজ সিংয়ের সাজঘরে ফেরার সাম্প্রতিক এক ভিডিও ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার এমন ঘটনাই ঘটল শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচে, তবে ভুলটা করল বোলিং দল।

স্পোর্টসম্যানশিপের অনন্য নজির স্থাপন করলেন মেন্ডিস
কুশাল মেন্ডিস। ফাইল ছবি

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কলম্বোয় শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে সফরকারী বাংলাদেশ। কুশাল পেরেরা ও কুশাল মেন্ডিসের দুর্দান্ত ব্যাটিংয়ের শ্রীলঙ্কার ইনিংস হাঁটছে বড় সংগ্রহের দিকে।

কুশাল পেরেরা ১১১ রান করে আউট হয়ে গেলেও মেন্ডিস দেখেশুনে খেলে যাচ্ছিলেন। তবে ৩৪তম ওভারের শেষ বলে তিনিও ফেরেন সাজঘরে, চারটি চারের সহায়তায় ৪৯ বলে ৪৩ রান করে।

Also Read - অ্যাশেজের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা


তার আউট হওয়ার বলেই ঘটেছে অদ্ভুত এক ঘটনা। ঐ ওভারে বল করছিলেন রুবেল হোসেন। ওভারের শেষ বল মেন্ডিসের ব্যাট ছুঁয়ে আশ্রয় নেয় উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিমের গ্লাভসে।

কিন্তু দূর থেকে দেখে একে আউট বলেই মনে হয়নি। ব্যাটে আলতো করে ছুঁয়ে গিয়েছিল বল। এতটাই ‘আলতো’ ছিল যে খোদ বোলার বা উইকেটরক্ষকও টের পাননি। ফিল্ডিং দলের নিস্প্রভতা দেখে নীরব ছিলেন আম্পায়ারও।

কিন্তু কুশাল মেন্ডিস এমন পরিস্থিতি থেকে সুবিধা আদায় করতে চাননি। হুট করেই তিনি সাজঘরের পথে হাঁটা শুরু করেন। এরপর বোঝা যায়, বলটি তার ব্যাট ছুঁয়ে মুশফিকের গ্লাভসে ঠাই করে নিয়েছিল।

স্পোর্টসম্যানশিপের এই অনন্য নজির স্থাপন করে মেন্ডিস সাজঘরের পথ না ধরলে গড়তে পারতেন মাইলফলক। ৪৩ রান করে ক্যারিয়ারের ১৬তম অর্ধ-শতকের খুব কাছেই যে ছিলেন ২৪ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান!

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

জার্গেনসেনের চুক্তি বাড়ল দুই বছর

আর্চার-হ্যাজলউডের বড় লাফ, সেরা পাঁচে ওকস

নিষেধাজ্ঞার শঙ্কায় থাকা প্রোটিয়ারা এবার স্পন্সরও হারালো

টি-টোয়েন্টিতে চতুর্থ সেঞ্চুরি হাঁকালেন বাবর

সস্ত্রীক করোনা আক্রান্ত ইংলিশ অলরাউন্ডার উইলি