Scores

“স্বপ্ন ছিল ভারতের সাথে ম্যাচ খেলব”

প্রস্তুতি ম্যাচ হলেও বাংলাদেশ ও ভারতের মধ্যকার মঙ্গলবারের (২৭ মে) লড়াইটি কতটা গুরুত্ব পাচ্ছে, তা-ই যেন স্পষ্ট হয়ে উঠল মোহাম্মদ সাইফউদ্দিনের কথায়। বাংলাদেশ দলের বিশ্বকাপ স্কোয়াডের অন্যতম সদস্য এই অলরাউন্ডার সংবাদ সম্মেলনে জানিয়েছেন ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচকে নিয়ে তার রোমাঞ্চের কথা।

“স্বপ্ন ছিল ভারতের সাথে ম্যাচ খেলব”
ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে এমন উদযাপনের সুযোগ পাবেন তো সাইফউদ্দিন? ফাইল ছবি

সাইফউদ্দিন বলেন, ‘ভারতের সাথে অনেক ম্যাচ আমরা শেষমুহুর্তে গিয়ে হেরেছি। যদিও আমি খেলিনি। খেললে ভারতের বিপক্ষে আমার প্রথম ম্যাচ হবে।’

ছোটবেলা থেকেই সাইফউদ্দিনের স্বপ্ন ছিল ভারতের বিপক্ষে খেলার। এমনটি জানিয়ে তিনি বলেন, ‘আমি অনেক রোমাঞ্চিত। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল ভারতের সাথে ম্যাচ খেলবো। চেষ্টা করব নিজের শতভাগ দেওয়ার জন্য। টুর্নামেন্টে ওদের বিপক্ষে ম্যাচ আছে। প্রস্তুতি ম্যাচে ভালো করতে পারলে ঐ ম্যাচে কাজে দিবে।’

Also Read - আফগানিস্তানকে পাত্তাই দিলেন না ইংলিশরা


বিশ্বকাপের মত বড় ইভেন্টকে সাইফউদ্দিন দেখছেন নিজেকে আরও ভালোভাবে প্রমাণের মঞ্চ হিসেবে। তার ভাষ্য, ‘বিশ্বকাপের মত বড় ইভেন্ট, চেষ্টা করব নিজেকে আরও প্রমাণ করার। ডেথ ওভারে ভালো ভালো ব্যাটসম্যান থাকবে, নিজেকে প্রমাণ করার জন্য এটা ভালো সুযোগ।’

নিজের সামর্থ্য ও সীমাবদ্ধতা জেনেই তিনি তার বোলিং দক্ষতা কাজে লাগাতে চান দলের সাফল্য এনে দেওয়ার মাধ্যমে। সাইফউদ্দিন বলেন,

‘হয়ত আমি বুমরাহর মত ১৪৫ কিলোমিটার বেগে বল করতে পারব না। তবে আমি আমার সামর্থ্য অনুযায়ী করতে পারব। প্রত্যেক বোলারের নিজস্ব স্কিল থাকে, আমারও আছে। সেই বিশ্বাস থেকেই বল করি।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

‘আমি সর্বদা বলি, সমর্থকরা আমাদের দ্বাদশ খেলোয়াড়’

আইসিসিকে নিশামের খোঁচা

সুপার ওভারের নিয়মে পরিবর্তন আনল আইসিসি

বিশ্বকাপ-ফাইনালের বিতর্কিত নিয়ম ‘চলবে না’ বিগ ব্যাশে!

ড্রেসিংরুমের ভেতরের কথা বাইরে না যাওয়াই ভালো: মুশফিক