Scores

স্বপ্ন পূরণে রোমাঞ্চিত রিয়াদ

বাংলাদেশের দশম টেস্ট অধিনায়ক হিসেবে বুধবার অভিষেক ঘটতে যাচ্ছে জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের। অধিনায়কত্বের অভিষেকের হাতছানিতে রোমাঞ্চিত ৩১ বছর বয়সী মাহমুদউল্লাহ রিয়াদ।

বাংলাদেশকেই এগিয়ে রাখছেন রিয়াদ

বাংলাদেশের নতুন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করা হলেও ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চোটে পড়ে লঙ্কানদের বিপক্ষের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি। আর এতে স্বপ্ন পূরণের দুয়ার খুলে গেছে রিয়াদের। তবে এমনভাবে স্বপ্ন পূরণ করতে চাননি রিয়াদ।

Also Read - বাংলাদেশকেই এগিয়ে রাখছেন রিয়াদ


মঙ্গলবার ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিজের নতুন দায়িত্বের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানান তিনি। অধিনায়কত্ব প্রসঙ্গে ভারপ্রাপ্ত অধিনায়ক এসময় নিজের রোমাঞ্চের কথাও জানান, ‘যেভাবে পেয়েছি (অধিনায়কত্ব) সেভাবে পেতে চাইনি অবশ্যই। তবে প্রত্যেক ক্রিকেটারেরই স্বপ্ন থাকে তার দলকে নেতৃত্ব দেওয়া, দেশকে লিড করা। সেদিক থেকে চিন্তা করলে অবশ্যই আমি রোমাঞ্চিত।’

নিজের নতুন দায়িত্ব পালনে কী রুপে দেখা যাবে রিয়াদকে? তার স্পষ্ট জবাব কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে যা প্রয়োজনীয় তাই করবেন তিনি। ‘আমি যখন আমার ভূমিকায় থাকব, তখন কোনো কিছুতে আমি ছাড় দিব না। যেভাবেই হোক দলকে সাপোর্ট করব। সেটা একটু কড়া হয়েও হোক বা ভালোভাবে অনুপ্রেরণা দিয়েও হোক; সব দিক থেকেই চেষ্টা করব। মূল কথা হচ্ছে, এটা বাংলাদেশ ক্রিকেট। বাংলাদেশ দলকে ভালো কিছু দিতে হবে। এটাই আমাদের দায়িত্ব, এটাই আমাদের কর্তব্য।’

জাতীয় দলের এই অলরাউন্ডার পরিচিত ঠাণ্ডা মেজাজের ক্রিকেটার হিসেবে। ঘরোয়া ক্রিকেটে বেশ প্রশংসিত হয়েছে তার ঠাণ্ডা মেজাজের অধিনায়কত্ব নিয়েও। নিশ্চিত করলেন জাতীয় দলের হয়ে চট্টগ্রাম টেস্টেও দেখা মিলবে ঠাণ্ডা মেজাজের অধিনায়কত্বের, ‘অধিনায়কত্বের বড় একটা কাজ হচ্ছে মাঠের ভিতরে অনেক সিদ্ধান্ত নিতে হয়। আপনি যদি নিজে ঠাণ্ডা মেজাজে না থাকেন, তাহলে সিদ্ধান্তগুলো এদিক-সেদিক হয়ে যেতে পারে। আপনি যদি ঠাণ্ডা মেজাজে থাকেন, তাহলে আপনার সিদ্ধান্ত নিতে সহজ হবে। এটা আমি সব সময় করি। আমি যখন ঘরোয়া ক্রিকেটেও অধিনায়কত্ব করি, তখন যতটুকু পারি ঠাণ্ডা মেজাজে থাকার। আমার মনে হয় এই জিনিসটা সিদ্ধান্ত নিতে অনেক সাহায্য করে’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

লাইভ: শুরুতেই বিদায় নিলেন লিটন-শান্ত

রনির শেষ ওভারের ‘জাদুতে’ ভারতকে হারাল বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

তানভির ও মেহেদীর রান-আউটে খেলায় ফিরল বাংলাদেশ

বিদায়বেলায় মাশরাফির কাছে মাসাকাদজার চাওয়া