স্বরা ভাস্করকে প্রত্যুত্তরে সুশিক্ষিত হওয়ার আহ্বান স্যামির
বর্ণবাদ বিরোধী প্রতিবাদে যখন সারাবিশ্ব উত্তাল, তখন ক্যারিবিয়ান ক্রিকেটার ড্যারেন স্যামি জানান ভারতে যেয়ে বর্ণবাদের শিকার হয়েছেন তিনি ও তার সতীর্থ। তারপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে বেশ সোচ্চার স্যামি। সানরাইজার্স হায়দরাবাদের খেলোয়াড়দের পক্ষে ভারতীয় অভিনেত্রী স্বরা ভাস্কর ক্ষমা প্রার্থনা করলে স্যামি সবাইকে সুশিক্ষিত হওয়ার আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রে পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যার পরপরই আবারো বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে বিশ্ব। তার মধ্যেই স্যামি জানান, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদে তাকে ও শ্রীলঙ্কান ক্রিকেটার থিসারা পেরেরাকে ‘কালু’ নামে ডাকতেন ভারতীয় সতীর্থরা। যখন তাকে এই নামে ডাকা হতো তখন অন্যদের মাঝে হাসির রোল উঠতো বলেও জানান তিনি।
Also Read - অসহায়দেরকে সাহায্যের আহ্বান আফ্রিদির
এইসব ঘটনার পরিপ্রেক্ষিতে স্যামিকে প্রতিবাদী হয়ে উঠতে দেখা যায়। সতীর্থদেরকে ক্ষমা চাওয়ার জন্যও বলেন তিনি। দলটির খেলোয়াড়দের পক্ষে ক্ষমা চেয়ে ও খেলোয়াড়দের আরও বিনয়ী হওয়ার পরামর্শ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বার্তা দেন ভারতীয় অভিনেত্রী স্বরা। তার প্রত্যুত্তরে স্যামি জানান, শোকে বা দুঃখে তিনি এসব বলেননি। তিনি এসব বলেছেন, যেন সবাই নিজের ভুলটা বুঝে সুশিক্ষিত হয়ে ওঠে।
স্যামির বার্তাটি, ‘যা ঘটেছে বা তারা যা বলেছে তার জন্য আমি বিলাপ করছি না। আমাকে ভুল বুঝেন না। আমি বলছি, একে অপরকে শিক্ষিত করার এই সুযোগটি ব্যবহার করুন। তাহলে এসব ঘটনা আর ঘটবে না। কেউ যদি বুঝতে পারেন যে তিনি ভুল করেছেন তাহলে তার ক্ষমা চাওয়া উচিত। আমি আত্মবিশ্বাসী এবং কৃষ্ণাঙ্গ হিসাবে গর্বিত। এটা কখনোই পরিবর্তন হবে না।’
তিনি আরও বলেন, ‘আমি কাউকে জোর- জবরদস্তি করতে পারি না। এটা অবশ্যই মানুষের নিজস্ব ইচ্ছা। কিন্তু পরিবর্তনের জন্য শিক্ষার আলো দরকার তা আমি সবার মাঝে ছড়িয়ে দেয়ার কাজ করে যাব।’
Don’t get me wrong I’m not condoning what was done/said. I’m saying let’s use this opportunity to educate each other so it doesn’t happen again. One can only apologize if he/she feels wrong about something. I’m confident&proud to be black. That will never change 🙏🏾🙏🏾🙏🏾😂 https://t.co/HeA1Erwby3
— Daren Sammy (@darensammy88) June 12, 2020
But that’s not on me to force anyone. It must be on one’s one free will. But I will continue to highlight or educate the need for change.. there’s no place for such in this world https://t.co/d63Ox3MmqJ
— Daren Sammy (@darensammy88) June 13, 2020
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।