স্বাধীনতা দিবস ক্রিকেটে সাবেকদের মিলনমেলা
২৬শে মার্চ বিশেষ ম্যাচ খেলবেন সাবেক তারকারা

তালহা তানীমContributor
প্রকাশিত হয়েছে - 2024-03-25T15:32:54+06:00
আপডেট হয়েছে - 2024-03-25T15:32:54+06:00
আসছে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে বিশেষ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড( বিসিবি)। বিশেষ দিনে টি-১০ ম্যাচে মাঠে নামবেন সাবেক তারকারা। [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]
স্বাধীনতা দিবসে খেলবেন সাবেক তারকারা
স্বাধীনতা দিবস ক্রিকেটে লাল ও সবুজ দলে ভাগ হয়ে খেলবেন আকরাম খান, হাবিবুল বাশার, মোহাম্মদ রফিকরা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হবে ম্যাচ। সাবেক মিলনমেলায় দুই দলে ভাগ হয়ে খেলবেন আকরাম খান, নাঈমুর রহমান দুর্জয়, জাভেদ ওমর, সৈয়দ রাসেলরা।
প্রতিবছরই বিভিন্ন দিবসে ক্রিকেট ম্যাচ আয়োজন করে বিসিবি। সেই ধারাবাহিকতায় দুই দলে ভাগ হয়ে দশ ওভারের ম্যাচে খেলবেন হান্নান সরকার, খালেদ মাসুদ পাইলট, শাহরিয়ার নাফিসরা। এরইমধ্যে বাংলাদেশ লাল ও বাংলাদেশ সবুজ দলের নামে দুই দলের একাদশ ঘোষণা করেছে বিসিবি।
বাংলাদেশ লাল দল:
নাইমুর রহমান দুর্জয়, আকরাম খান, হাবিবুল বাশার, মেহরাব হোসেন অপি, তুষার ইমরান, আব্দুর রাজ্জাক, হান্নান সরকার, ফয়সাল হোসেন ডিকেন্স, ডলার মাহমুদ, আনোয়ার হোসেন(উইকেটরক্ষক), জামিল উদ্দিন, তালহা জুবায়ের, আনোয়ার হোসেন, হাসিবুল হোসেন শান্ত, মোহাম্মদ আলি।
বাংলাদেশ সবুজ দল:
জাভেদ ওমর বেলিম, শাহরিয়ার নাফিস, মিনহাজুুল আবেদীন নান্নু, রাজিন সালেহ, খালেদ মাসুদ পাইলট, সানোয়ার হোসেন, এহসানুল হক, মোহাম্মদ সেলিম(উইকেটরক্ষক), সজল চৌধুরী, মাহবুবুল আলম, মোহাম্মদ রফিক, রবিউল ইসলাম, নাজমুল হোসেন, রকিবুল হাসান, সৈয়দ রাসেল।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।