Scores

স্মিথকে নিয়ে দুশ্চিন্তায় রাজস্থান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর এখনো শুরু হয়নি। তবে তার আগেই রাজস্থান রয়্যালস পড়েছে দুশ্চিন্তায়। দলের অধিনায়ক ও অন্যতম সেরা ব্যাটসম্যান স্টিভ স্মিথের অংশগ্রহণ নিয়ে শঙ্কায় পড়েছে প্রথম আইপিএলের শিরোপাজয়ী দলটি।

পরীক্ষায় উতরে গিয়েও যে কারণে দলের বাইরে স্মিথ

এবারের আইপিএলেও স্মিথ রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে। কিন্তু আইপিএল শুরুর আগে চোটের কারণে ক্রিকেট থেকে দূরে থাকতে হচ্ছে স্মিথকে। সদ্য সমাপ্ত ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজে স্মিথকে দর্শক হুয়ে থাকতে হয়েছে। আইপিএলকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের পথে রওয়ানা হলেও আসরের শুরুর দিকে স্মিথের অংশগ্রহণ নিয়ে রয়েছে সংশয়।

Also Read - ব্যাঙ্গালোরের ক্যাম্পে আরব আমিরাতের দুই ক্রিকেটার


ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে অনুশীলনের সময় স্মিথের মাথায় বলের আঘাত লেগেছিল। কনকাশনের শঙ্কা জেগেছিল তখনই। স্টিভ স্মিথকে নিয়ে টিম ম্যানেজমেন্ট তাই ঝুঁকি নেয়নি। প্রথম ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামে দল।

প্রথম ম্যাচ শেষে জানানো হয়, প্রথম পরীক্ষার মত স্মিথের দ্বিতীয় কনকাশন পরীক্ষাতেও সন্তোষজনক ফলাফলও এসেছে। ফলে দ্বিতীয় ম্যাচে খেলতে কোনো বাধা নেই। কিন্তু দ্বিতীয় ম্যাচ তো বটেই, সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচেও স্মিথ একাদশে ছিলেন না। আসর শুরুর আগে রাজস্থান রয়্যালস তাই নিয়মিত অধিনায়কের নেতৃত্বে টুর্নামেন্ট শুরু করার বিষয়ে সংশয় রয়েছে।


আইপিএলের ১৩তম আসর শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে। রাজস্থান রয়্যালস তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী ২২ সেপ্টেম্বর, তিনবারের শিরোপাজয়ী দল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। স্মিথ ফিট না থাকলে এই ম্যাচে রাজস্থানকে নেতৃত্ব দিতে পারেন স্বদেশী জয়দেব উনাদকাট।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

বিগ ব্যাশে খেলবেন না স্মিথ

অস্ট্রেলিয়া স্কোয়াড : দীর্ঘ দিন পর হেনরিকস, দুই নতুন মুখ

ভারত-অস্ট্রেলিয়া পূর্ণাঙ্গ সিরিজের সূচি চূড়ান্ত

ডিসেম্বরেই দর্শক ফিরবে আন্তর্জাতিক ক্রিকেটে!

বদলে যাচ্ছে বিগ ব্যাশের বহুল আলোচিত নিয়ম