Scores

স্মিথের জন্য যে অভিজ্ঞতা এবারই প্রথম

ধারাবাহিক ভালো খেলে নিজেকে তিনি এমন উচ্চতায় নিয়ে গেছেন যে, এক সিরিজে বড় ইনিংস খেলতে না পারাই হয়ে গেল বড় খবর। স্টিভ স্মিথ এবার এমন এক অভিজ্ঞতার সাথে পরিচিত হলেন, যার স্বাদ এর আগে পেতে হয়নি তাকে।

স্মিথের জন্য যে অভিজ্ঞতা এবারই প্রথম

সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতেই পারেনি সফরকারী পাকিস্তান। ব্রিসবেন ও অ্যাডিলেডে দুটি টেস্টেই স্বাগতিক অজিরা জিতেছে ইনিংস ব্যবধানে। তবে এই সিরিজে কোনো ৫০ ঊর্ধ্ব ইনিংস খেলা হয়নি স্মিথের।

Also Read - শুরুর আগেই বিপিএলকে 'বিদায়' বলে দিলেন গ্রান্ট ফ্লাওয়ার!ক্যারিয়ার শুরুর পর এবারই স্মিথের এমন অভিজ্ঞতা হল। এর আগে তিনি খেলেছেন ২১টি টেস্ট সিরিজ। প্রতিটি টেস্টেই অন্তত একটি ৫০ রান বা তারও বেশি রানের ইনিংস ছিল স্মিথের।

অবশ্য এই সিরিজে স্মিথ ব্যাট হাতে নেমেছেনই মাত্র দুবার। ব্রিসবেন টেস্টে প্রথম ইনিংসে দল জড়ো করে ৫৮০ রান। পাকিস্তানের ২৪০ রানের জবাবে সেই পূঁজি ইনিংস ব্যবধানে জয়ের ভিত গড়ে দিলেও স্মিথ মাত্র ৪ রান করে আউট হয়েছিলেন।

অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টেও মাত্র একটি ইনিংস খেলা হয়েছে অস্ট্রেলিয়ার। ডেভিড ওয়ার্নারের রেকর্ড গড়া ইনিংসে স্মিথ ৩৬ রান করে আউট হন।

এই ইনিংসে আরও ১৬ রান না পাওয়ার আক্ষেপটা স্মিথের থাকছেই। কারণ এই সিরিজের পর আর একটি সিরিজে অন্তত একটি অর্ধ-শতক হাঁকাতে পারলে তিনি স্পর্শ করতেন ইংলিশ ওপেনার মার্কাস ট্রেসকোথিকের কীর্তি।

অভিষেকের পর টানা ২৩টি টেস্ট সিরিজে অন্তত একটি হলেও অর্ধ-শতক ছোঁয়া ইনিংস খেলেছিলেন ট্রেসকোথিক। স্মিথের দৌড় থেমেছে ২১ ইনিংসেই।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

কোহলিকে স্লেজিং করে লাভ হয় না, বরং নিজের ক্ষতি!

মিটমাট হলো অজি ক্রিকেটার ও বোর্ডের মধ্যকার দ্বন্দ্ব

পর্ব ৩ : আ’ত্মহত্যায় চিরবিদায় নেওয়া ক্রিকেটাররা

পর্ব ৩ : গিনেজ বিশ্বরেকর্ড সম্ভারে ক্রিকেট

ভারত ও অস্ট্রেলিয়ার দুই স্পিনারকে অনুসরণ করেন মিরাজ