Scores

স্মিথে মুগ্ধ ইমরুল কায়েস

প্রথমবারের মতো বিপিএল টি-টোয়েন্টি খেলতে ঢাকায় এসে পৌঁছেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ। বাংলাদেশে এসেই শনিবার অনুশীলনে দলের সঙ্গে যোগ দেন স্মিথ। অস্ট্রেলিয়ার এই সাবেক অধিনায়কে মুগ্ধ হয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওপেনার ইমরুল কায়েস।

স্মিথের বিপিএলে অংশগ্রহণ নিয়ে কত নাটকই না হলো। শুরুতে সবকিছু ঠিকঠাক থাকলেও পরবর্তীতে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি আপত্তি জানায়। ফ্র্যাঞ্চাইজিদের আপত্তিতে বিসিবিও আপত্তি জানায়। যদিও বিসিবির অনেক কর্তাই চেয়েছিলেন স্মিথ বিপিএলে আসুক। অবশেষে সব নাটক শেষে বিপিএল খেলতে গতকাল ঢাকায় পা রেখেছেন এই অস্ট্রেলিয়ান সাবেক অধিনায়ক।

আজই দলের সঙ্গে অনুশীলনে নেমেছেন স্মিথ। তার সঙ্গে ছিল আফ্রিদি, মালিক, তামিমরাও। বিপিএলের জন্য ইতোমধ্যে কুমিল্লার বিদেশি ক্রিকেটাররা এসে গিয়েছে। প্রথমদিনেই দলের বাকি সতীর্থদের সঙ্গে অনুশীলন করলেন স্মিথ। শুধু স্মিথেরই বিপিএল প্রথম নয়, কুমিল্লার দলে থাকা তামিম, কায়েসরাও প্রথমবার খেলছেন স্মিথের সঙ্গে। তাই তো প্রথমদিনেই স্মিথে মুগ্ধ ছিলেন ইমরুল কায়েস।

Also Read - দিনশেষে জয়টাই মুখ্যঃ মুশফিক


“ও আসলে গতকাল আসছে। আমাদের সাথে এসে মনে হচ্ছে অনেক আগে থেকে পরিচয় আছে এবং যেরকম ব্যবহার দেখাচ্ছে মনে হয় না কোনো সমস্যা হবে। সে একজন পেশাদার ক্রিকেটার আমার কাছে মনে হয় সব ভালভাবে মানিয়ে নিতে পারবে। আমরা তাকে সাহায্য করবো, যতটুকু করলে আমাদের দলের জন্য ভাল হয়।”

শুধু স্মিথই নয় দলে রয়েছে আফ্রিদি, লুইস, মালিকদের মতো তারকা ক্রিকেটাররা। স্মিথের পাশাপাশি আফ্রিদির সঙ্গেও প্রথমবার খেলবেন ইমরুল কায়েস। তারকায়ভরা দলটিতে খেলতে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত থাকার কথা কায়েসের।

“আসলে অনেক খেলোয়াড়ের সঙ্গেই খেলার অভিজ্ঞতা নাই কিন্তু খেলে ফেলা হয়। ক্রিকেট জীবনে এটা হতেই পারে। শহিদ আফ্রিদির সঙ্গেও আগে কখনও খেলিনি কিন্তু এবার খেলবো, ক্রিকেটে এমন হতেই পারে।”

গতবার ঢাকা ডাইনামাইটসের হয়ে খেলা লুইস ও আফ্রিদি এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন। আগামীকাল সিলেট সিক্সার্সের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে কায়েস, তামিমরা।

আরও পড়ুনঃ দিনশেষে জয়টাই মুখ্যঃ মুশফিক

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

ছোটদের প্রশংসায় ভাসাচ্ছেন বড়রা

দ্বিতীয় রাউন্ডের জন্য বিসিএলের চার দলের স্কোয়াড চূড়ান্ত

ফিটনেস টেস্টে পাশ মুশফিক, ছাড়পত্র পেলেন ইমরুলও

সাদমানের পর অনিশ্চিত ইমরুলও!

জয়ের কৃতিত্ব ইমরুল ও বোলারদেরকে দিলেন রিয়াদ