Scores

স্মিথে মুগ্ধ হয়ে ‘আরামে ঘুমিয়েছেন’ ল্যাঙ্গার!

বল টেম্পারিং ইস্যুতে পাওয়া নিষেধাজ্ঞা শেষ হয়েছে, বিশ্বকাপ দিয়ে ফিরতে যাচ্ছেন অস্ট্রেলিয়া জাতীয় দলে। স্টিভ স্মিথের ফর্মও আছে বেশ ভালো। স্মিথের নিষেধাজ্ঞার সময় চাকরি কেড়ে নেওয়া হয় তৎকালীন কোচ ড্যারেন ল্যামেনের। এরপর নিয়োগ দেওয়া হয় জাস্টিন ল্যাঙ্গারকে, যার অধীনে মাত্র অনুশীলন শুরু করেছেন স্মিথ।

স্মিথে মুগ্ধ হয়ে ‘আরামে ঘুমিয়েছেন’ ল্যাঙ্গার!

স্মিথের ব্যাটিং শৈলী এবারই প্রথম এতটা কাছ থেকে দেখছেন ল্যাঙ্গার। আর তাতে শিষ্যের প্রতি তার মুগ্ধতা এতই বেশি যে, অস্ট্রেলিয়া একাদশের হয়ে স্মিথের দুর্দান্ত ইনিংসের পর স্বস্তিতে ল্যাঙ্গার আরামে ঘুমিয়েছেন সেই রাতে!

Also Read - সিডন্সের কাছ থেকে ‘লড়াই’ শিখেছেন তামিম


শুধু তা-ই নয়, ল্যাঙ্গার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন স্মিথের শারীরিক ফিটনেস নিয়েও। স্মিথ তার ক্যারিয়ারের সবচেয়ে ভালো শারীরিক অবস্থা বা ফিটনেস নিয়ে আছেন উল্লেখ করে ল্যাঙ্গার বলেন, ‘আমার মনে হয়, তার শরীরের ত্বক যেকোনো সময়ের চেয়ে সবচেয়ে কম ভাঁজযুক্ত এখন। এটা তার আভিজাত্যের পরিচয় দিচ্ছে।’

স্মিথের ব্যাটিং দেখে ল্যাঙ্গার তার মুগ্ধতা প্রকাশ করে বলেন, ‘গত রাতে আমি অনেক ভালো ঘুমিয়েছি। সত্যি বলতে তার ব্যাটিং আমার হৃদয়কে উষ্ণ করে তুলেছে।’

‘আমি তাকে এই সপ্তাহেই (গত সপ্তাহে) দেখেছি। রবিবার রাতে তার নেট সেশন ছিল। আমি আরও কজন কোচের সাথে বসেছিলাম এবং বলছিলাম, এই ছেলেটা (‘তরুণ’ অর্থে বলা) কত ভালো করছে!’– বলেন তিনি।

শুধু স্মিথই নন, অজিদের প্রধান কোচের স্তুতু-কাব্যে জায়গা করে নিয়েছেন ডেভিড ওয়ার্নারও। বল টেম্পারিং ইস্যুতে তিনিও স্মিথের মত ১২ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন ক্রিকেটে।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

অধিনায়কত্ব ছেড়ে দলে ফিরলেন ডু প্লেসিস

বাংলাদেশের পর অস্ট্রেলিয়াকেই বেছে নিলেন কোহলিরা

টি-টোয়েন্টি বিশ্বকাপে নতুন প্রযুক্তি আনছে আইসিসি

অস্ট্রেলিয়ায় পাঠানো হবে সাদমান-মৃত্যুঞ্জয়কে

মোটা অঙ্কের খরচে বিচ্ছেদ হলো ক্লার্ক-কাইলির