Scores

স্মিথে সওয়ার অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের লক্ষ্য ৩৯৮

রাজকীয় প্রত্যাবর্তন কাকে বলে তা করে দেখালেন স্টিভ স্মিথ। চলতি অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে স্মিথের শতক ও দ্বিতীয় ইনিংসে ম্যাথু ওয়েডের শতকে ভর করে স্বাগতিকদের ৩৯৮ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে অস্ট্রেলিয়া। চতুর্থ দিনে ৪৮৭ রানে ইনিংসে ঘোষণা করেছে সফরকারীরা।

স্মিথের ব্যাটে জয়বঞ্চিত ইংল্যান্ড

৩ উইকেটের বিনিময়ে ১২৪ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিলেন স্মিথ ও ট্রেভিস হেড। ২১ রান নিয়ে চতুর্থ দিন শেষ করা হেড করেছেন ৫১ রান। তাকে ফিরিয়ে চতুর্থ উইকেটের ১৩০ রানের জুটি ভাঙেন বেন স্টোকস।

Also Read - বিপিএলে অংশ না নেওয়ার হুমকি রংপুর রাইডার্সের


হেড ফিরলেও অবিচল ছিলেন স্মিথ। অজি তারকা থেমেছেন ১৪২ রানে। ক্রিস ওকসের শিকার হয়ে ফেরার আগে ওয়েডে সাথে গড়েছেন ১২৬ রানের জুটি। তার ২০৭ বলের ইনিংসটি সাজান ছিল ১৪টি চারে।

প্রথম ইনিংসে ব্যর্থ হওয়া ওয়েড এবারে আর ভুল করেননি। তিনিও তুলে নিয়েছেন সেঞ্চুরি। ১৪৩ বলে ১১০ রান আসে তার ব্যাট থেকে। স্টোকসের বলে আউট হওয়ার আগে অধিনায়ক টিম পেইনের সাথে ৭৬ রানের জুটি গড়েন।

অধিনায়ক পেইন, জেমস প্যাটিনসন ও প্যাট কামিন্স দ্রুত রান তুলে ইনিংস ঘোষণা করেন। অধিনায়ক করেন ৪৪ বলে ৩৪ রান। প্যাটিনসনের ব্যাট থেকে ২ চার ও ৪ ছয়ে আসে অপরাজিত ৪৮ বলে ৪৭ রান। কামিন্স অপরাজিত থাকেন.২৬ বলে ৩৩ রান নিয়ে।

অ্যাশেজের প্রথম দিন স্মিথ ও ইংল্যান্ডের

দিনের শেষ ভাগে ৭ উইকেটের বিনিময়ে ৪৮৭ রান নিয়ে ইনিংস ঘোষণা করে অস্ট্রলিয়া। ইংলিশদের পক্ষে ৩টি উইকেট শিকার করেন স্টোকস। ২টি উইকেট পান মঈন আলি।

৭ ওভার ব্যাটিং করে বিনা বিপদে দিন শেষ করেছেন দুই ইংলিশ ওপেনার ররি বার্নস ও জেসন রয়। বার্নস ৭ ও রয় অপরাজিত আছেন ৬ রানে। জয়ের জন্য শেষ দিনে স্বাগতিকদের প্রয়োজন ৩৮৫ রান।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া: ৪৮৭/৭ ডিক্লেয়ার (২য় ইনিংস)
স্মিথ ১৪২, ওয়েড ১১০, হেড ৫১, প্যাটিনসন ৪৭*, পেইন ৩৪, কামিন্স ৩৩*।
স্টোকস ৩/৮৫, মঈন ২/১৩০।

ইংল্যান্ড: ১৩/০ (শেষ ইনিংস)
বার্নস ৭*, রয় ৬*।

জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য ৩৯৮ রান।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ভারতের বিপক্ষে একাধিক দিবারাত্রির ম্যাচ চায় অজিরা

স্মিথের ওপর চটেছেন চ্যাপেল, আত্মপক্ষ সমর্থন স্মিথের

নিউজিল্যান্ড সিরিজের জন্য অজিদের টেস্ট দল ঘোষণা

স্মিথের জন্য যে অভিজ্ঞতা এবারই প্রথম

বিব্রতকর রেকর্ডে বাংলাদেশকে টপকে গেল পাকিস্তান