Scores

স্মিথ-ওয়ার্নারদের দলের কোচ হলেন হাথুরুসিংহে

অবশেষে চাকরি পেলেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার সাবেক বিতর্কিত কোচ চন্ডিকা হাথুরুসিংহে। অস্ট্রেলিয়ার বিখ্যাত দল নিউ সাউথ ওয়েলসের সিনিয়র সহকারী কোচ ও ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন তিনি। আন্তর্জাতিক কোচ হিসেবে দায়িত্ব পালনের আগেও নিউ সাউথ ওয়েলসের সাথে কাজ করেছেন তিনি। 

হাথুরুসিংহেকেই এগিয়ে রাখছেন মাশরাফি

২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন হাথুরুসিংহে। এরপর সেই দায়িত্ব ছেড়ে ২০১৪ সালে বাংলাদেশের কোচ হিসেবে নিযুক্ত হন।

Also Read - দলে যোগ দেওয়ার অনুমতি পেলেন আর্চার


বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল কোচ ছিলেন তিনি। তবে স্বেচ্ছাচারী আচরণের কারণে একইসাথে সমালোচিতও ছিলেন। ২০১৭ সালে অনেকটা হুট করেই বাংলাদেশ দলের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেন। এর পরপরই নিজ দেশ শ্রীলঙ্কার জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব নেন।

তবে শ্রীলঙ্কায়ও হাথুরুসিংহের সময়টা স্বস্তির ছিল না। স্বেচ্ছাচারী আচরণ ও খবরদারী স্বভাবের কারণে শ্রীলঙ্কাতেও ক্রিকেটার ও বোর্ডের সাথে তার দূরত্ব সৃষ্ট হয়। শেষপর্যন্ত শ্রীলঙ্কার কোচের পদও হারান। যদিও একপর্যায়ে আবারো বাংলাদেশের কোচ হওয়ার সম্ভাবনাও জাগিয়েছিলেন। তবে তার বদলে বাংলাদেশ বেছে নেয় রাসেল ডমিঙ্গোকে। এরপর থেকেই কার্যত ‘বেকার’ ছিলেন হাথুরুসিংহে। শেষপর্যন্ত এই হেভিওয়েট কোচকে দায়িত্ব দিল নিউ সাউথ ওয়েলস, যে দলের হয়ে সর্বশেষ মৌসুমে মাঠ মাতিয়েছেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারের মত তারকারা।


নিউ সাউথ ওয়েলসের প্রধান কোচের দায়িত্বে রয়েছেন ফিল জ্যাকস। এছাড়া আন্দ্রে অ্যাডামস পেস বোলিং কোচ এবং অ্যান্থনি ক্লার্ক স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। হাথুরুসিংহে রাজ্য দলটির জ্যেষ্ঠ সহকারী কোচ ও ব্যাটিং কোচ হিসেবে কাজ করবেন।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে রশিদ খানদের স্বপ্নভঙ্গ

আটকে গেল নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফর

দেশে ফিরতে জটিলতার সম্মুখীন মার্শ

ডিন জোন্সকে হারিয়ে শোকে স্তব্ধ ক্রিকেট দুনিয়া

না ফেরার দেশে কিংবদন্তি ডিন জোন্স