Scores

স্মিথ-ওয়ার্নার, মাঠ ছাড় তোমরা!

অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের উত্তাপ সবসময়ই ছড়ায় হোক না সেটা প্রস্তুতি ম্যাচ। বিশ্বকাপের আগে সাউদাম্পটনে ওয়ার্নার ও স্মিথকে প্রতারক এবং মাঠ ছাড়তে বলেন ইংল্যান্ডের দর্শকরা।

স্মিথ ও ওয়ার্নারের জন্য বাজে কিছু অপেক্ষা করছে সেটা আগে থেকেই অনুমেয় ছিল। ইংল্যান্ডের সমর্থকগোষ্ঠী ‘বার্মি-আর্মি’ তো আগে থেকেই জানিয়ে দিয়েছেন এই দুই ক্রিকেটারকে ঘিরে তাদের প্রস্তুতির কথা। বিশ্বকাপ ও অ্যাশেজকে মাথায় রেখে স্মিথ-ওয়ার্নারের জন্য ৮-৯টি গান প্রস্তুত করেছে বার্মি আর্মি।

Also Read - উইলিয়ামসন-টেলরের দৃঢ়তায় উড়ে গেল ভারত


বিশ্বকাপের মূল লড়াই শুরু হওয়ার আগেই সাউদাম্পটনে উত্তাপ ছড়ায়। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আগে ব্যাট পায় অস্ট্রেলিয়া। অধিনায়ক অ্যারন ফিঞ্চের সঙ্গে ওপেনিংয়ে ব্যাট করতে নামেন বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ থাকা ডেভিড ওয়ার্নার। মাঠে নামতেই ইংলিশ দর্শকদের থেকে প্রতারক আখ্যা পেতে হয় ওয়ার্নারকে।

ব্যাট করার জন্য যখন মাঠে নামছিলেন প্যাভিলিয়ন থেকে তখন এক দর্শক ওয়ার্নারকে ‘প্রতারক’ বলতে শুনা যায়। শুধু এটিই নয় তাকে মাঠও ছাড়তে বলা হয়। তবে এসব কানে না গিয়ে মাঠে বেশ ভালোই পারফর্ম করেন ওয়ার্নার। ৫৫ বলে ৪৩ করে আউট হন ওয়ার্নার। ৮৯ রানে দ্বিতীয় উইকেটের পতন হলে তখন ক্রিজে নামেন স্টিভেন স্মিথ।

স্মিথ নামার সময়ও তাকে প্রতারক বলা হয়। জবাবে অস্ট্রেলিয়ার ভক্তরা তাকে উৎসাহ দিতে দেখা যায়। তবে স্মিথ জবাব দিয়েছেন মাঠেই। ইংল্যান্ডের বিপক্ষে ১০২ বলে ১১৬ রানের ইনিংস খেললে মাঠে উপস্থিত থাকা সব দর্শককেই হাততালি দিতে দেখা যায়।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিশ্বকাপ শেষ হয়ে গেল খাজার, অপেক্ষায় স্টইনিস

ধোনি নন, সবার সেরা বাটলার!

বোলারদের দিনে অস্ট্রেলিয়ার কষ্টার্জিত জয়

বাটলার ঝড়ে সিরিজ জিতল ইংল্যান্ড

স্মিথের ব্যাটে জয়বঞ্চিত ইংল্যান্ড