Scores

স্মিথ নিজেই তার কোচ : ল্যাঙ্গার

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না স্টিভ স্মিথের। আইসিসি টেস্ট ব্যাটসম্যান র‍্যাঙ্কিংয়েও নেমে গিয়েছেন তৃতীয়স্থানে। এমতাবস্থায় জাস্টিন ল্যাঙ্গার স্মিথকে কীভাবে সামলাচ্ছেন তার জবাবে তিনি বললেন স্মিথকে তিনি কোচিংই করান না!

স্মিথ নিজেই তার কোচ : ল্যাঙ্গার

অ্যাডিলেডে প্রথম টেস্টে প্রথম ইনিংসে কেবল ১ রানে আউট হন স্মিথ। পরের ইনিংস দলের জয় নিশ্চিত হয়ে যাওয়ায় ১ রানে অপরাজিত ছিলেন তিনি। মেলবোর্নেও ভালো করতে পারেননি। প্রথম ইনিংসে ০ রানে আউট হওয়ার পরে দ্বিতীয় ইনিংসে ৮ রানে আউট হন এই ডানহাতি ব্যাটসম্যান।

Also Read - পাকিস্তান স্কুল পর্যায়ের ক্রিকেট খেলছে : শোয়েব


স্মিথের অফফর্ম নিয়ে চিন্তিত নন কোচ ল্যাঙ্গার। বরং তিনি বলেন, ‘ভেবে দেখুন, যখন সে রানে ফিরবে তখন আমাদের অবস্থান কতটা শক্ত হবে- ব্যাপারটা আমি এভাবেই দেখি। এই সিরিজটা তার ভালো যাচ্ছে না। সবার আগে সে নিজেই এটা স্বীকার করবে। এত বড় ক্রিকেটারদের সম্পর্কে আমি কী জানি, তারা ফিরতে সময় নেন না! এটাই আমাকে খুশি করে দেয়৷’

এই পরিস্থিতিতেও স্মিথ নিজেই তার কোচ বলে জানান ল্যাঙ্গার, ‘আপনি কীভাবে স্টিভকে (স্মিথ) প্রশিক্ষণ দিবেন? আমি স্টিভ স্মিথকে কোচিং করাই না, সে নিজেই তার কোচ। আমি নিশ্চিত সে সঠিক কাজটিই করছে।’

স্মিথ সম্পর্কে ল্যাঙ্গার আরও বলেন, ‘সে মেরে খেলতে ভালোবাসে। মেলবোর্নে সে সেটা করেছেও কিন্তু ফল পায়নি। কিন্তু এখানে কিছু করার নেই, কিংবদন্তি ক্রিকেটারদের ক্ষেত্রেও ওই একই কথা, সময়কে কেউ বদলে দিতে পারে না। আমরা জানি সমস্যার সমাধান সে কীভাবে করতে পারবে, আমরা জানি সে কত বড় একজন খেলোয়াড়।’

প্রসঙ্গত, তৃতীয় টেস্টে সিডনিতে ৭ জানুয়ারি মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। সিরিজ বর্তমানে ১-১ সমতায় আছে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

হাত ফসকে পড়া বল ‘ক্যাচ’ দিয়ে দিলেন আম্পায়ার

তিন পরাশক্তির বিপক্ষে ‘হোম অ্যাডভান্টেজে’ চোখ রিয়াদের

মার্শের পর আইপিএল থেকে সরে গেলেন হ্যাজলউড

‘জায়গা খালি নেই’, স্মিথকে ল্যাঙ্গার

বিয়ের পিঁড়িতে বসতে আইপিএল থেকে ছুটিতে জাম্পা