Scores

সড়ক দুর্ঘটনার শিকার তাসকিন

সময়টা ভালো যাচ্ছেনা জাতীয় দলের তরুণ পেসার তাসকিন আহমেদের। ইনজুরি, অফ-ফর্ম এবং বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ, সবমিলিয়ে ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময়টা দেখে ফেলছেন তাসকিন। সর্বশেষ দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি। গতকাল রিকশা করে যাওয়ার সময় প্রাইভেট গাড়ির ধাক্কা লাগে তাঁদের রিকশাটিতে।

ঘটনাটি ঘটে গতকাল। ঘটনার পর পরই নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিষয়টি নিয়ে শেয়ার করেন তাসকিন। গাড়ির ধাক্কায় খুব একটা আহত না হলেও এই যাত্রায় বড্ড বাঁচা-বেঁচে গেছেন এই পেসার। নিজের এই খারাপ সময়টাকে ফাঁড়া হিসেবেই ধরে নিচ্ছেন তিনি। সেই সাথে ভালো সময় তার সন্নিকটেই আছে বলে লিখেন তাসকিন।

Also Read - দ. আফ্রিকা সফরে ভালো করতে আত্মবিশ্বাসী বাংলাদেশ


 ‘আমি এবং জনি আহমেদ (বন্ধু) রিকশা করে যাচ্ছিলাম। হঠাৎ একটি প্রাইভেটকার এসে পিছন থেকে রিকশায় মেরে দিলো। জনিও পড়লো তার উপর আমিও পড়লাম। তাই বেশি ব্যাথা পাইনি। কয়দিন ধরেই হালকা-পাতলা ব্যাথা পাওয়ার উপরেই আছি। সবগুলোই ফাঁড়া হিসেবে ধরলাম। ইনশাআল্লাহ, সব ঠিক হয়ে যাবে। ভালো সময় তোমার অপেক্ষায় রইলাম এবং তুমি খুব কাছেই আছ, এটা আমার বিশ্বাস।’

২০১৫ সালে পিঠে ব্যাথা পেয়েছিলেন তাসকিন। সেই ব্যাথা আবারো নাড়া দেয় তাসকিনকে। যার কারণে খেলতে পারেননি বিসিএলের শেষ দুইটি রাউন্ড। চোটের কারণে পুনর্বাসনে ছিলেন তিনি। তার পরেই বিসিবির প্রকাশিত কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়লেন তাসকিন আহমেদ। মূলত শেষ কয়েক মাসে তার পারফরম্যান্সে সন্তুষ্ট না হওয়াতে বাদ দেওয়া হয়েছে তাঁকে।

এর আগে চোট নিয়ে খেলেছেন ডিপিএল। ফলে খুব আহামরি পারফরম্যান্সও করতে পারেননি এই পেসার। ডিপিএলে তার দল, আবাহনী লিমিটেড শিরোপা জিতলেও বলার মতো পারফর্ম করতে ব্যর্থ হয়েছিলেন তাসকিন। এছাড়াও দীর্ঘ সময় পর জাতীয় দলে ডাক পেয়েছেন তাসকিন। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বাজে পারফরম্যান্সের কারণে সুযোগ হয়নি ঘরের মাঠে সিরিজে।

নিদাহাস ট্রফিতে ডাক পেয়ে, দুই ম্যাচ খেললেও পারফরম্যান্সের কোন উন্নতি হয়নি এই পেসারের। তবে সবকিছু ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চান এই পেসার। সেই জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন এই ফাস্ট বোলার।

আরও পড়ুনঃ বিশ্বকাপে তামিমের বাংলাদেশ ভাবনা

Related Articles

উপরের দিকে চোখ শান্ত’র

বোলারদের নিয়ে সন্তুষ্ট প্রকাশ বোলিং অ্যাকশন কমিটির

‘খারাপ করছি দেখেই বেশি চোখে পড়ছে’

হারে শেষ শেখ জামাল

নাসুম-সানির বোলিং ঘূর্ণিতে জয় প্রাইম দোলেশ্বরের