Scores

সড়ক দুর্ঘটনায় জখম আফগান ক্রিকেটার জাজাই

সম্প্রতি সড়ক দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান আফসার জাজাই। তার গাড়ির সামনের অংশ দুমড়ে-মুষড়ে যাওয়ার সাথেসাথে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তার খুব বেশি আঘাত না লাগলেও গাড়ির অনেক ক্ষতি হয়েছে।

সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম আফগান ক্রিকেটার

করোনাভাইরাসের প্রকোপে মাঠের ক্রিকেট বন্ধ থাকলেও অনুশীলন ও ফিটনেস ট্রেনিং চালিয়ে যাচ্ছে আফগানিস্তান দল। যদিও তাদের পরবর্তী সিরিজ কবে হবে তা অনিশ্চিত। এই মহামারীর সংকটের মধ্যেই আবার বিপত্তি বাঁধালেন আফগান ব্যাটসম্যান জাজাই। তার গাড়ির সামনের অংশের ব্যাপক ক্ষতি হয়েছে। জাজাই মাথায় আঘাত পেয়েছেন। তবে তার আঘাত অতটা গুরুতর নয়।

Also Read - অধিকাংশ ফিক্সিংয়ে জড়িয়ে আছে ভারতের নাম, বলছে খোদ আইসিসি


২০১৯ বিশ্বকাপে আফগানিস্তানের জার্সিতে খেলেছিলেন এই ব্যাটসম্যান। অবশ্য শুরু থেকেই সুযোগ হয়নি তার। নিয়মিত উইকেটরক্ষক মোহাম্মদ শাহজাদ দেশে ফিরে গেলে কপাল খুলে গিয়েছিলে জাজাইয়ের। বিশ্বকাপে ৬টি ম্যাচ খেলেছিলেন তিনি। তবে সুবিধা করতে পারেননি।

আফগানিস্তানের পক্ষে ৩টি টেস্ট, ১৬টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৬ বছর বয়সী এই ব্যাটসম্যান। নিম্নমানের স্ট্রাইকরেটের জন্য সমালোচিত তিনি। ১৬টি ওয়ানডে ম্যাচে ৫৪.২১ স্ট্রাইকরেট ও ১৭.৬০ গড়ে তার নামের পাশে আছে ২৬৪ রান। ৩ টেস্টে ২৭ গড়ে এই ডানহাতি ব্যাটসম্যান করেছেন ১৩৫ রান।

জাজাইয়ের এই সড়ক দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন আফগানিস্তান ক্রিকেট দলের সাবেক মিডিয়া ম্যানেজার মোহাম্মদ ইব্রাহিম মোমান্দ।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

পাকিস্তানের ২০ বছরের রেকর্ড ভেঙে ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

ইংল্যান্ড স্কোয়াডে যুক্ত হলেন আরও এক পেসার

সতীর্থদের পর এবার বোর্ডের বিরুদ্ধে একই অভিযোগ কানেরিয়ার

‘ব্রাভো-নারাইনদের অর্থনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করেছে আইপিএল’

হরভজন-যুবরাজ ছোট ভাইয়ের মতো, মারার প্রশ্নই নেই: শোয়েব