হচ্ছেনা রশিদ খানদের স্বপ্নপূরণ!
গত মার্চে বিশ্বব্যাপী করোনার প্রকোপ দেখা দিলে একের পর এক দ্বিপাক্ষিক সিরিজ স্থগিতাদেশ পেতে থাকে। সর্বশেষ বড় ধাক্কা লাগে এশিয়ার সবচেয়ে বড় টুর্নামেন্ট এশিয়া কাপে। নাজুক করোনা পরিস্থিতির কারণে এশিয়া কাপের এবারের আসর আগামী বছরের জুন পর্যন্ত স্থগিত করা হয়। বিশ্বকাপের স্থগিতাদেশ তাই অনেকটাই অনুমিত ছিল। আইসিসি গতকাল আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার ঘোষণা দেয়।
আইসিসির বিশ্বকাপ পিছিয়ে দেওয়ার ঘোষণায় অক্টোবর – নভেম্বর সময়টা খালি পাওয়া গেল, এতে আইপিএল আয়োজন করা হবে বলে শোনা যাচ্ছে। তবে আইসিসি এই সময়টা পুরোপুরি ঘোষণা দিয়ে আইপিএলের জন্য দিয়ে দেয়নি। যে কোনো বোর্ড চাইলে এই সময়টুকুতে তাদের বাতিল হয়ে যাওয়া সিরিজ আয়োজন করতে পারে। সকল বোর্ডের কাছেই রাস্তা খোলা রয়েছে।
Also Read - হোল্ডারকে সরিয়ে এখন বিশ্বসেরা স্টোকস
আফগানিস্তানের অস্ট্রেলিয়া সফর করার কথা রয়েছে নভেম্বর মাসে। নভেম্বরের মাসের ২১ তারিখে পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলার কথা আফগানিস্তানের। এক ঐতিহাসিক টেস্ট হতে যাচ্ছে সেটি আফগানিস্তানের জন্য। তবে অস্ট্রেলিয়ান মিডিয়ার দাবি সেটি বাতিল হয়ে যেতে পারে আইপিএলের জন্য!
নভেম্বরের ২১ তারিখে টেস্ট হওয়ায় তার আগে কমপক্ষে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে খেলোয়াড়দের। এছাড়া টেস্ট খেলার আগে উভয় দলের প্রস্তুতির জন্যও কমপক্ষে ২ সপ্তাহ লাগার কথা। এই হিসেবে অক্টোবরের মাঝামাঝি সময় থেকে দুই দলের অস্ট্রেলিয়া থাকার কথা টেস্ট খেলার প্রস্তুতি ও কোয়ারেন্টাইনের জন্য।
তবে আইপিএলের সম্ভাব্য তারিখ হচ্ছে সেপ্টেম্বরের ২৬ থেকে নভেম্বরের ৮। যদি আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট খেলতে হয় তাহলে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের অনেক খেলোয়াড়কেই মাঝ অক্টোবরে আইপিএল ছাড়তে হবে। খেলোয়াড়দের জন্য টাকার উৎস আইপিএল ছেড়ে অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা কি আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে চাইবে? অস্ট্রেলিয়ান বোর্ডও কি আয়োজন করতে চাইবে আফগানিস্তান টেস্ট?
অস্ট্রেলিয়ার গনমাধ্যমের দাবি বাতিল হতে পারে আফগানিস্তান – অস্ট্রেলিয়া টেস্ট। এর আগে অস্ট্রেলিয়া স্পন্সরের অভাবে বাংলাদেশের সফর বাতিল করে, করোনা পরিস্থিতির অজুহাতে জিম্বাবুয়ের অস্ট্রেলিয়া সফর বাতিল করে। তবে এইসময় কি অজুহাত দাড় করিয়ে এই সিরিজ বাতিল করবে অস্ট্রেলিয়া? সেটাই এখন দেখার বিষয় হবে।
— Peter Lalor (@plalor) July 21, 2020