Scores

হঠাৎ যে কারণে জাতীয় দলে আল আমিন-সানি

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছেন পেসার আল আমিন হোসেন ও বাঁহাতি স্পিনার আরাফাত সানি। দীর্ঘ সময় পর হঠাৎ করেই জাতীয় দলে ডাক পেলেন এ দুই ক্রিকেটার। আল আমিন ও সানির জাতীয় দলে সুযোগ পাওয়ার কারণ ব্যাখ্যা করেছে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

অনেকদিন ধরেই জাতীয় দলের বাইরে ছিলেন পেসার আল আমিন হোসেন ও স্পিনার আরাফাত সানি। হঠাৎ করেই জাতীয় দলে ডাক পেয়েছেন তাঁরা। সেটি আবার ভারতের মাটিতে তাঁদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য। আল আমিন সর্বশেষ জাতীয় দলের ২০১৬ সালে। সেটিও আবার ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে।
টি-টোয়েন্টি রেকর্ড অন্য পেসারদের তুলনায় যথেষ্ট ভালো আল আমিনের। হঠাৎ তাকে জাতীয় দলে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন।

Also Read - পাকিস্তান থেকে ফিরে নিরাপত্তা পর্যবেক্ষকদের সবুজ সংকেত


“আমাদের অনেক ফাস্ট বোলারই ইনজুরিতে আছে এছাড়াও ঘরোয়া ক্রিকেটেও ভালো করছে। ফিটনেস লেভেলটাও অন্যান্য ফাস্ট বোলারদের চেয়ে যথেষ্ট ভালো অবস্থানে আছে।”

অন্যদিকে দীর্ঘ তিন বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন স্পিনার আরাফাত সানিও। আল আমিনের মতই শেষবার জাতীয় দলে খেলেছিলেন ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেবার অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। দীর্ঘ সময় পর ভারত সফরে টি-টোয়েন্টির দলে ডাক পাওয়ার কারণ জানালনে প্রধান নির্বাচক।

“সানি বিপিএল থেকে শুরু করে ভালো ফর্মে রয়েছে। মাঝের সময়টায় বোলিং অ্যাকশন নিয়ে কাজ করতে হয়েছে। ঘরোয়া ক্রিকেটে ভালো করেছে সেজন্যই তাকে সুযোগ দেওয়া।”

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

সানির চোখে ‘ন্যাচারাল’ মুস্তাফিজ

বারবার নেতৃত্ব বদলে সমস্যা দেখছে না রংপুর

বিশ্বকাপ নয়, বিপিএলে পুরোপুরি মনোযোগ সানির

ভারতকে সিরিজ হারানো ‘অসম্ভব’ নয়!

‘গ্রেট’ ভেট্টোরির কাছ থেকে অনেক শিখতে চান সানি