Scores

হতাশ রিয়াদ, ঘুরে দাঁড়াতে চান শেষ ম্যাচে

ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হয়েছিল তার। সেবার সিরিজ হারতে হলেও প্রথম ম্যাচ জিতে চমক সৃষ্টি করেছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে এখনো বাংলাদেশ সেই চমক দেখাতে পারেনি। টি-টোয়েন্টির ‘নাজুক’ টাইগাররা এক ম্যাচ হাতে রেখেই বসে গেছে সিরিজের পরাজিত দলের আসনে।

হতাশ রিয়াদ, ঘুরে দাঁড়াতে চান শেষ ম্যাচে

রিয়াদ এখনো স্থায়ীভাবে অধিনায়কত্ব পাননি। এখনই দলের এমন দুর্দশা দেখা তার জন্য হতাশাজনকই। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আনুষ্ঠানিক আলাপকালে রিয়াদ জানান, পরের ম্যাচে যেভাবেই হোক ঘুরে দাঁড়াতে চান।

Also Read - বাবর-হাফিজে সিরিজ জয় পাকিস্তানেরউইকেট ধীর ছিল বটে, কিন্তু ম্লান ছিলেন ব্যাটসম্যানরাও। তামিম অর্ধ-শতক তুলে নিলেও আর কেউই সাবলীল ব্যাটিং উপহার দিতে পারেননি। ফলে আগের ম্যাচের চেয়েও কম সংগ্রহ বাংলাদেশ, তাই পরাজয়টাও আরও প্রতিরোধহীন। রিয়াদ মনে করেন, ব্যাট হাতে যথেষ্ট রান জড়ো করতে না পারাই শেষ পর্যন্ত পরাজয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।

দ্বিতীয় টি-টোয়েন্টি হেরে সিরিজ খুইয়ে বাংলাদেশ দলপতি বলেন, ‘হেরে যাওয়াটা হতাশাজনক। তামিম ছাড়া অন্যরা ব্যাট হাতে ভালো করতে পারিনি। আমাদের ১৫০-১৬০ রান করা উচিত ছিল। আমাদের চেষ্টা ছিল, কিন্তু পাকিস্তানি বোলারদের কৃতিত্ব দিতে হবে। আমরা ব্যাট হাতে শেষদিকে ভালো করতে পারিনি।’

প্রথম দফায় সফর শেষ করে ফেরার আগে আরও একটি টি-টোয়েন্টি খেলতে হবে বাংলাদেশকে। পাকিস্তান সিরিজ জিতে নিলেও নিয়ম রক্ষার সেই ম্যাচ ঠিকই মাঠে গড়াবে ২৭ জানুয়ারি। রিয়াদ সেই ম্যাচটাতে অন্তত জয়ী দলের ভূমিকায় দেখতে চান বাংলাদেশকে।

তিনি বলেন, ‘জানি না শেষ ম্যাচে আমরা কীভাবে খেলব। হয়ত কিছুটা নিরীক্ষার চেষ্টা থাকবে। কিন্তু আমাদের পাকিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াতে হবে এবং শেষ ম্যাচটা জিততে হবে।’

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

পাকিস্তানি ক্রিকেটারদের দুঃসংবাদ দিল পিসিবি

করোনা প্রতিরোধে ৫ মিলিয়ন রুপি দিচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা

পিএসএলের বাকি অংশ ৮ মাস পর

বাংলাদেশ না যাওয়ায় পিসিবির মোটা অঙ্কের ক্ষতি

করোনাভাইরাস ইস্যুতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আফ্রিদি