Scores

হাঁটু গাঁড়তে আপত্তি জানানোয় ক্ষেপেছেন হোল্ডিং

জর্জ ফ্লয়েডের সাথে ঘটে যাওয়া করুণ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা পুরো বিশ্বে বর্ণবাদ বিরোধী আন্দোলনকে জোরজার করেছে। কৃষ্ণাঙ্গদের অধিকার রক্ষায় সোচ্চার স্লোগান পৌঁছে যায় ক্রিকেট আঙিনা পর্যন্ত। ম্যাচ শুরুর আগে দেখা যেত হাঁটু গেঁড়ে আন্দোলন।

হাঁটু গেঁড়ে প্রতিবাদের মাধ্যমে মাঠে ফিরল ক্রিকেট

ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ ও ইংল্যান্ড-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজে ম্যাচ শুরুর আগে হাঁটু গেঁড়ে প্রতিবাদ জানানোর দৃশ্য দেখেছে ক্রিকেট বিশ্ব। তবে ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট ও টি-টোয়েন্টি কিংবা ইংল্যান্ড-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে এমন দৃশ্য দেখা যায়নি।

Also Read - ডিপিএলের উপর ঝুলছে বিপিএলের ভাগ্য!


এর কারণ মূলত দুই দলের অধিনায়কের মিলিত সিদ্ধান্ত। ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের বিপক্ষে হাঁটু গেঁড়ে প্রতিবাদের পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) একইভাবে কৃষ্ণাঙ্গদের সমর্থন জানানো হয়। বিষয়টি যখন অনেকটাই নিয়মে পরিণত হতে চলেছে, তখনই পাকিস্তান ও অস্ট্রেলিয়া সিরিজে হাঁটু গেঁড়ে প্রতিবাদ জানানোয় আপত্তি জানানো হয়।

এতে বেজায় ক্ষেপেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক কিংবদন্তি ফাস্ট বোলার মাইকেল হোল্ডিং। কৃষ্ণাঙ্গ এই সাবেক ক্রিকেটার বলেন, ‘বিশ্ব এখন আর কালো বনাম সাদার লড়াইয়ে নেই, বরং বিশ্ব এখন মানবতা জাগ্রত করছে চাইছে, সমঅধিকার প্রতিষ্ঠা করতে চাইছে।’


স্বভাবতই প্রশ্ন উঠছে, ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়ায় কৃষ্ণাঙ্গ ক্রিকেটার কম বলেই হাঁটু গেঁড়ে প্রতিবাদ জানাতে এই আপত্তি কিনা। পাকিস্তান সিরিজে ইসিবি জানিয়েছিল, হাঁটু গেঁড়ে প্রতিবাদ না করলেও সমঅধিকারে তাদের সমর্থন সবসময়ই আছে। একই ভাষ্য ছিল অস্ট্রেলিয়ার সীমিত ওভারের অধিনায়ক অ্যারন ফিঞ্চেরও, বলেছিলেন- ‘এসব প্রতিবাদের চেয়ে শিক্ষাটাই বড়।’

এসব কারণকে ‘খোঁড়া যুক্তি’ হিসেবে চিহ্নিত করে হোল্ডিং বলেন, ‘ইসিবি খোঁড়া এক যুক্তি দেখাল। পাকিস্তানেরও বোর্ড বা খেলোয়াড় কেউ এ নিয়ে কিছু বলল না। এখন অস্ট্রেলিয়া আসলো, অস্ট্রেলিয়ার অধিনায়কও দেখি খোঁড়া যুক্তি দিচ্ছে।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

অপহরণ হয়েছিলেন ম্যাকগিল, মৃত্যুর মুখ থেকে ফিরেছেন

দেশে ফেরার আগে একযোগে মালদ্বীপ যাচ্ছেন অজিরা

করোনায় নাকাল ভারতের পাশে ক্রিকেট অস্ট্রেলিয়া

ইংল্যান্ডকে সরিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে নিউজিল্যান্ড

আমরা কেবল দেশে ফেরার একটা পথ খুঁজছি : ম্যাক্সওয়েল