Scores

হাঁটু গেঁড়ে প্রতিবাদের মাধ্যমে মাঠে ফিরল ক্রিকেট

দীর্ঘ ১১৭ দিনের বিরতি কাটানোর রোমাঞ্চে স্টোকস-হোল্ডাররা ভুলেননি প্রতিবাদের স্লোগান। যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের সাথে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনার পর থেকেই প্রতিবাদে উত্তাল সচেতন বিশ্ব। বর্ণবাদের বিরুদ্ধে সেই প্রতিবাদ দিয়েই করোনা পরবর্তী ক্রিকেট মাঠে ফিরেছে।

হাঁটু গেঁড়ে প্রতিবাদের মাধ্যমে মাঠে ফিরল ক্রিকেট

সাউদাম্পটনে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দৃষ্টি ছিল কোটি কোটি চোখের। ক্রিকেট দেখতে অভ্যস্ত যারা, তাদের জন্য গত ১১৭ দিন ছিল দুঃস্বপ্নের মত। ভাইরাসের ভয়ের সাথে জুড়ে ছিল ক্রিকেটহীনতার কষ্ট। সেই কষ্ট দূর করার ম্যাচের শুরুতেই বৃষ্টির বাগড়া।

Also Read - সাউদাম্পটন টেস্ট : প্রত্যাবর্তনের প্রথম দিন বৃষ্টির নিয়ন্ত্রণে


তবে প্রথম সেশন ভেসে গেলেও দ্বিতীয় সেশনে টসজয়ী ইংলিশরা নামলেন ব্যাটিংয়ে। সফরকারী ওয়েস্ট ইন্ডিজ বোলিং শুরু করার আগে ক্রিকেটবিশ্ব দেখল অন্যরকম ‘আন্দোলন’। বর্ণবাদকে বুড়ো আঙুল দেখিয়ে মাঠের শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ সবাই এক হাঁটু গেঁড়ে জানালেন শালীন প্রতিবাদ।

মাঠে দর্শক না থাকলেও সেই প্রতিবাদের কল্পিত মিছিলের স্লোগান যেন শুনতে পেলেন টিভি পর্দার দর্শকরাও। সাদা পোশাকে এক ঝাঁক ক্রিকেটার বিশালাকার এক মাঠে যার যার অবস্থানে হাঁটু গেঁড়ে বসে আছেন- ক্রিকেটবিশ্বে এই দৃশ্য এবারই প্রথম। যদিও জর্জ ফ্লয়েডের করুণ পরিণতির কারণ যে বর্ণবাদ, সেই বর্ণবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে ইংল্যান্ডের ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবল আরও আগেই করেছে এমন প্রতিবাদ।


শুধ হাঁটু গেঁড়েই নয়, প্রতিবাদ চলবে ম্যাচজুড়েই। দুই দলই মাঠে নেমেছে ব্ল্যাক লাইভস ম্যাটার লেখা লোগো সম্বলিত জার্সি পরে। গায়ের রঙের কারণে যারা বৈষম্যের জন্ম দেন, তাদের জন্য এই ব্ল্যাক লাইভস ম্যাটার স্লোগান যেন ঝাঁঝাল অগ্নিকুণ্ড। সেই অগ্নিকুণ্ডের আগুন দিয়ে পৃথিবী শুদ্ধ করার অনিন্দ্যসুন্দর এক প্রত্যাশা নিয়ে মাঠে ফিরেছে করোনা-পরবর্তী ক্রিকেট, দর্শকদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

ইংল্যান্ডকে ফাইনালের ভেন্যু নির্বাচন করায় তোপের মুখে আইসিসি

মহারাজের রাজত্বে ঘরের মাঠে হোয়াইটওয়াশ ওয়েস্ট ইন্ডিজ

ফাইনালের মহারণের চতুর্থ দিনও ভেসে গেল বৃষ্টিতে

আগ্রহ হারালে খেলা ছেড়ে দেবেন অশ্বিন

রোচ-মেয়ার্সদের তোপের মুখেও প্রোটিয়াদের বড় পুঁজি