
হাতির আক্রমণে শ্রীলঙ্কায় আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই মাঠকর্মীর মৃত্যু হয়েছে। তারা হাম্বানটোটা ক্রিকেট মাঠের গ্রাউন্ডসম্যান বা মাঠকর্মী হিসেবে দায়িত্বরত ছিলেন। মাঠে কাজ শেষে রাতে বাড়ি ফিরছিলেন, এমন সময় হাতি তাদের ওপর আক্রমণ করে।

ধারণা করা হচ্ছে, দুইজনকেই একটি হাতি আক্রমণ করেছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) হাম্বানটোটার মাহিন্দ রাজাপক্ষে স্টেডিয়ামে নিজেদের কাজ সম্পন্ন করে স্থানীয় সময় রাত ৯টায় সাইকেলে করে বাড়ি ফিরছিলেন তারা।
পরদিন স্টেডিয়ামের ৫০০ মিটার দূরে তাদের মরদেহ শনাক্ত করা হলে হাতির আক্রমণে মৃত্যু ঘটেছে বলে ধারণা করা হয়। যদিও কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। তবে হাম্বানটোটায় হাতির অবাধ বিচরণের কারণে সবাই নিশ্চিতভাবেই ধরে নিয়েছেন, হাতির আক্রমণে তাদের মৃত্যু হয়েছে।
সাগরে ঘেরা শ্রীলঙ্কায় অরণ্য আর প্রাণীর অপূর্ব মিশেল মুগ্ধ করে সবাইকে। শ্রীলঙ্কা-ইংল্যান্ড টেস্ট সিরিজে মাঠে গুইসাপ হাঁটার দৃশ্য এখনও চোখে ভাসে অনেকের। খেলা চলাকালেই মাঝেমাঝে টিভি ক্যামেরায় ধরা পড়ে নানা জীবজন্তুর পাল। তবে এবার হাতির আক্রমণ দুঃখের খবর নিয়ে এসেছে শ্রীলঙ্কার ক্রিকেটে।

চলমান লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) দ্বিতীয় আসরের প্লে-অফ ও ফাইনালের খেলা অনুষ্ঠিত হবে হাম্বান্টোটার মাহিন্দ রাজাপক্ষে স্টেডিয়ামে। প্রয়াত দুই মাঠকর্মী সেজন্য ব্যস্ত সময় পার করছিলেন। তাদের মৃত্যুতে লঙ্কান ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনের চ্যাটে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime Crickey সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।