Scores

হাতে ফোসকা পড়ে গেছে ইমরুলের

বাকিদের চার মাস হলে ইমরুল কায়েসের জার্নিটা আরও বড়। দীর্ঘদিন খেলার বাইরে ছিলেন তিনি। এরপর করোনার প্রকোপ। সবেমিলে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন ইমরুল। আবার ব্যাট হাতে ফিরেছেন। তবে মাঠে ফিরে স্কিল ট্রেনিংয়ের শুরুর দিনেই হাতে ফোসকা পড়ে গেছে তার।

গত বিপিএলে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ইমরুল। এরপর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দলবদলে গাজী গ্রুপ ক্রিকেটার্স ছেড়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে নাম লেখান তিনি। তবে ভাগ্য সুপ্রসন্ন হয়নি এই বাঁহাতি ব্যাটসম্যানের। ১৫ মার্চ শুরু হওয়া ডিপিএলের জন্য অনুশীলন করতে গিয়ে গত ৯ মার্চ ইঞ্জুরিতে পড়েন।

Also Read - বিশ্বকাপ স্থগিত হওয়ায় উল্টো খুশি হলো দক্ষিণ আফ্রিকা


এরপর চোট থেকে সেরে উঠলেও প্রিমিয়ার লিগে আর নামা হয়নি ইমরুলের। ততদিনে করোনার প্রকোপে বন্ধ হয়ে গেছে দেশের ক্রিকেট। এরপর বাড়িতেই টুইকটাক ফিটনেস নিয়ে কাজ করেছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। সোমবার প্রথমবারের মত মাঠে এসে বিসিবির বেধে দেওয়া নিয়মে অনুশীলন করলেন তিনি।

বৃষ্টি মুখর আবহাওয়ায় মিরপুর স্টেডিয়ামের ইনডোরে স্কিল ট্রেনিংয়ে নেমেছিলেন ইমরুল। তবে দীর্ঘদিন পর ব্যাটিং করার ফলে হাতে ফোসকা পড়ে যায় তার। অবস্থা খুব বেশি গুরুত্বর না হলেও আগামী ২-৩ সেশন ব্যাটিং করতে পারবেন কীনা তা নিয়ে সংশয় আছে।

বিস্তারিত জানিয়ে ইমরুল বলেন, ‘অনুশীলনের প্রথম দিনটা ভালোই গেছে। কিন্তু হাতে ফোসকা পড়ে গেছে। তিন-চার মাস পর ব্যাটিং করলাম, কিন্তু বেশিক্ষণ করতে পারলাম না। হাতে ফোসকা পড়ার জন্য দুই-একদিন পর হয়তো ব্যাটিং করতে হবে।’

‘তবে অবস্থা ভালো হলে পরের সেশনেই আবার ব্যাটিং করবো, দেখা যাক। খুব বেশি ফোসকা না পড়লেও হাতে ব্যথা লাগছিল। এ কারণে আর করিনি।’– সাথে যোগ করেন তিনি।

ইমরুলের ব্যথার ধরণ সম্পর্কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘শুনেছি ব্যাটিং অনুশীলন করতে গিয়ে ইমরুলের হাতে ফোসকা পড়েছে। তবে সে কর্তব্যরত মেডিক্যাল টিম কিংবা আমাকে ব্যাপারটা জানায়নি। হয়তো বড় সমস্যা নয়, তাই জানায়নি।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

বোলার বনে গেলেন মুশফিক-ইমরুল

ধোনির অবসরে মুশফিক-সাব্বিরদের প্রতিক্রিয়া

বাংলাদেশকে বিশ্বকাপ জেতাতে চান ইমরুল

“নিজের নামের জন্য নয়, দেশের জন্য ক্রিকেট খেলব”

চার সতীর্থকে নিয়ে ফেসবুক লাইভে আসছেন সাকিব