Scores

হাতে সেলাই নিয়েই অনুশীলনে বিপ্লব

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয়েছে অলরাউন্ডার আমিনুল ইসলাম বিপ্লবের। অভিষেক ম্যাচে বল হাতে দ্যুতি ছড়িয়ে সবার নজর কেড়েছেন এ ক্রিকেটার। আকর্ষণীয় পারফরম্যান্সের সাথে ম্যাচ থেকে সঙ্গী করে নিয়ে গেছেন চোটও। যার জন্য তরুণ এ ক্রিকেটারকে নিতে হয়েছে তিনটি সেলাই। তবে এতে থমকে যাননি তিনি। সেলাই হাতেই আজ নেমে গেছেন অনুশীলনে।

হাতে সেলাই নিয়েই অনুশীলনে বিপ্লব।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেী মুহূর্তে অনুশীলন করছে স্বাগতিকরা। হাতে ব্যান্ডেজ নিয়েই এ অনুশীলনে যোগ দিয়েছেন বিপ্লব।

Also Read - বাংলাদেশকে খেলায় ফেরালেন শফিকুল-মেহেদী


আফগানদের বিপক্ষে ম্যাচে খেলা অনিশ্চিত তার। তবুও দলের বাকি সদস্যদের সাথে ঘাম ঝরাচ্ছেন তিনি। যদিও তার অনুশীলন সীমাবদ্ধ রয়েছে কেবলই থ্রোয়িংয়ে। অনুশীল শুরুর আগে ১৯ বছর বয়সী এ ক্রিকেটারকে পর্যবেক্ষণ করে গেছেন প্রধান নির্বাচক।

প্রসঙ্গত, জিম্বাবুয়ের বিপক্ষে হ্যামিল্টন মাসাকাদজার একটি শট ফেরাতে গিয়ে হাতে চোট পান বিপ্লব। ম্যাচের পরদিন সকালে জানা যায় তার চোটের ব্যাপারে। সাংবাদিকদের নিজেই চোটের ধরন সম্পর্কে জানান তিনি।

শনিবার আফগানদের বিপক্ষে তার খেলার সম্ভাবনা ক্ষীণ। শেষ পর্যন্ত তিনি মাঠে নামতে না পারলে আবারও একাদশে ফিরতে পারেন স্পিনার তাইজুল ইসলাম। নিয়মরক্ষার ম্যাচে আগামীকাল বন্দর নগরীর একই ভেন্যুতে বাংলাদেশ ও আফগানিস্তানের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬.৩০ মিনিটে।

এ ম্যাচ শেষে ঢাকা পাড়ি জমাবে উভয় দল। আসছে ২৪ সেপ্টেম্বর মিরপুরের হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ। যেখানে শিরোপা জয়ের মিশনে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে বিপ্লবের বাবা, সিট মেলেনি এখনো

সুযোগ কাজে লাগানোর অপেক্ষায় বিপ্লব

তিন ফরম্যাটেই নিয়মিত হতে চান বিপ্লব

লিটন-সৌম্য ঝড়ের পর বাংলাদেশের দাপুটে জয়

ওয়ানডে দলের সাথে সিলেট যাচ্ছেন নাঈম-বিপ্লব