Scores

হাথুরুর সাথে কখনো খারাপ সম্পর্ক ছিল না : রিয়াদ

২০১৭ সালে বাংলাদেশ শততম টেস্ট খেলেছিল শ্রীলঙ্কার মাটিতে। ঐতিহাসিক সেই ম্যাচটি বেশি স্মরণীয় হয়ে আছে সফরকারীর ভূমিকায় থেকে বাংলাদেশের ৪ উইকেটের জয়ের কারণে। তবে স্মরণীয় সেই ম্যাচে বাংলাদেশ দলে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ।

হাথুরুর সাথে কখনো খারাপ সম্পর্ক ছিল না রিয়াদ

রিয়াদের মত দেশের অন্যতম সেরা খেলোয়াড়ের টেস্ট দল থেকে বাদ পড়া সে সময় আলোচিত হয়েছিল ক্রিকেট পাড়ায়। অনেকে মনে করেন, দলের তৎকালীন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের কারণেই রিয়াদের এই বিরূপ অভিজ্ঞতা হয়েছিল। এমনকি কোচ হিসেবে থাকাকালে রিয়াদের সাথে উষ্ণ সম্পর্ক বজায় রাখতে পারেননি হাথুরুসিংহে- এমন কথাও উঠেছে অনেকবার।

Also Read - বিশ্বকাপের সেই ভুলের জন্য ক্ষমা চাইলেন রিয়াদ


তবে হাথুরুসিংহের সাথে সম্পর্ক খারাপ ছিল না বলে দাবি করছেন খোদ রিয়াদই। জাতীয় দলের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক মনে করেন, তার ক্যারিয়ারে হাথুরুসিংহে যতটুকু ভূমিকা রেখেছেন সে অনুযায়ী তারও হাথুরুসিংহের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা উচিৎ।

সম্প্রতি বিডিক্রিকটাইম এর লাইভ অনুষ্ঠানে আলাপকালে রিয়াদ বলেন, ‘আমি জানি না গণমাধ্যম বিষয়টাকে (হাথুরুসিংহের সাথে রিয়াদের কথিত দ্বন্দ্ব) কীভাবে সামনে এনেছে। আমার সাথে কখনো খারাপ সম্পর্ক ছিল না। এখনো মাঝেমাঝে হোয়াটসঅ্যাপ বা সামাজিক যোগাযোগমাধ্যমে উনার সাথে আমার কথা হয়।’


রিয়াদ তাই কৃতজ্ঞচিত্তেই স্মরণ করেন বাংলাদেশের চুক্তি বাতিল করে ২০১৭ সালেই শ্রীলঙ্কার কোচের আসনে বসা হাথুরুসিংহেকে। তিনি বলেন, ‘আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, আমার ব্যক্তিগত জীবন বা পেশা জীবনে কেউ যদি আমার বিন্দুমাত্র উপকারও করে, আমি ঐ কৃতজ্ঞতা সবসময় প্রকাশ করি এবং করে যাব। আমি উনার প্রতিও সবসময় কৃতজ্ঞতা প্রকাশের চেষ্টা করি। পেছনে যদি কোনো কারণ থাকে সেটা তার কাছে থাকতে পারে, আমার কাছে থাকবে না।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

হাথুরুর সাথে মারামারির মত অবস্থা হয়েছিল সুজনের!

“পারফর্ম না করলে আপনার বাবাও আপনাকে দলে রাখবে না”

নাসিরের চোখে হাথুরুসিংহে ‘বদমেজাজি কোচ’

হাথুরু নয়, রোডসও নয়, ক্রিকেটাররা চান অন্যরকম কোচ

হাথুরুর কোচিংয়ে কেন অসন্তোষ, ব্যাখ্যা দিলেন মোসাদ্দেক