Scores

হাথুরুসিংহেকে হটিয়ে শ্রীলঙ্কার কোচ জয়রত্নে

প্রায় দুই মাস ধরেই গুঞ্জন চলছিল শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের কোচের পদ থেকে অব্যহতি দেয়া হবে চন্ডিকা হাথুরুসিংকে। অবশেষে গুঞ্জন সত্যি করে সাবেক ক্রিকেটার জেরোমি জয়রত্নেকে কোচ হিসেবে আনছে দেশটির ক্রিকেট বোর্ড।

দেড় বছর আগে হঠাৎ করেই বাংলাদেশের কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন হাথুরু। নিজ দেশ শ্রীলঙ্কার কোচের দায়িত্ব নিয়ে ফিরে গিয়েছিলেন দেশে। কিন্তু সেখানেও বেশিদিন টিকতে পারলেন না। শ্রীলঙ্কান ক্রিকেটে (এসএলসি) সরাসরি হস্তক্ষেপ করার ক্ষমতা আছে দেশটির ক্রীড়ামন্ত্রীর।

বর্তমান ক্রীড়ামন্ত্রী হরিণ ফার্নান্দোর সাথেই জমছিল না হাথুরুর। ফলস্বরূপ, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হল।

Also Read - হৃদয়ের রোমাঞ্চকর সেঞ্চুরি তবুও বাংলাদেশ-ইংল্যান্ড যুবাদের ম্যাচ 'ড্র'


নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়া শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার জেরোমি জয়রত্নেকে। আগামী ১৪ আগস্ট শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে তার দায়িত্ব পালনের কাজ শুরু হবে। তবে, জয়রত্নেকে এখন অন্তবর্তীকালীন কোচ হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।

আগেও শ্রীলঙ্কা দলের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে জয়রত্নের। তিনি ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ও নিউজিল্যান্ড সফরে অন্তবর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেছিলেন। তৎকালীন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ক্যারিবিয়ান বিপক্ষে সিরিজ জয়ের কৃতিত্ব দিয়েছিলেন কোচ জয়রত্নেকে।

এছাড়া শ্রীলঙ্কার দল নির্বাচন কমিটিতেও পরিবর্তন এনেছেন হরিণ ফার্নান্দো। এখানে নতুন করে যুক্ত করা হয়েছে ভিনোথেন জনকে। বাকি দুই নির্বাচক হলেন, অশন্থা ডি মেল ও চামিন্দা মেন্ডিস। বাদ পড়েছেন হেমন্ত উইকরমরত্নে ও ব্রেন্ডন কুরুপ্পু।  এছাড়া আরও একজন নির্বাচক নিয়োগ দেয়া হবে বলে জানা গেছে।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

স্মিথ-ওয়ার্নারদের দলের কোচ হলেন হাথুরুসিংহে

হাথুরুর সাথে মারামারির মত অবস্থা হয়েছিল সুজনের!

“পারফর্ম না করলে আপনার বাবাও আপনাকে দলে রাখবে না”

নাসিরের চোখে হাথুরুসিংহে ‘বদমেজাজি কোচ’

হাথুরু নয়, রোডসও নয়, ক্রিকেটাররা চান অন্যরকম কোচ