Scores

হাথুরুসিংহেকে হটানোর জন্যই কোচিং স্টাফে পরিবর্তন!

শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফ পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেয়ার জন্য জন্য নির্দেশ দিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী। আশঙ্কা করা হচ্ছে বদলে ফেলা হবে পুরো কোচিং স্টাফ। তাহলে চুক্তির মেয়াদ শেষের আগেই চাকরি ছাড়তে হবে চন্ডিকা হাথুরুসিংহেকে।

কয়েক দিন আগেও একবার শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী আভাস দিয়েছিল হাথুরুসিংহেকে সরিয়ে ফেলার। তবে পরে আবার তিনিই জানিয়েছিলেন চুক্তির মেয়াদ পর্যন্ত হাথুরুসিংহে নিজেই সিদ্ধান্ত নিবেন কতদিন থাকবেন। তারপর শ্রীলঙ্কার এক স্থানীয় সংবাদপত্রে এই কোচ জানিয়েছিলেন তিনি চুক্তির শেষ পর্যন্ত থাকতে চান।

Also Read - সুপার ওভারের কথা জানাই ছিল না বোল্টের!


আবার সুর পাল্টেছেন ক্রীড়ামন্ত্রী। তিনি এবার নির্দেশ দিয়েছেন শ্রীলঙ্কার পুরো কোচিং স্টাফকেই ঢেলে সাজানোর জন্য। এক্ষেত্রে বর্তমান কোচদের পদচ্যুত হওয়ার সম্ভাবনায় বেশি। ফলে, ইচ্ছা থাকলেও হয়ত চুক্তির বাকি ১৬ মাস আর লঙ্কানদের কোচ থাকা হবে না হাথুরুসিংহের।

আগামী ২৬ জুলাই বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে শ্রীলঙ্কার। এই সিরিজ শেষেই কোচিং স্টাফে নিয়ে সিদ্ধান্তে যাবে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড ( এসএলসি )।  বোর্ড প্রসিডেন্ট শাম্মি সিলভা জানান এই সিদ্ধান্ত আসন্ন সিরিজে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলেই তিনি মনে করেন। তিনি বর্তমানদের কোচদের সাথে চুক্তি রাখার পক্ষে।

সিলভার ভাষায়, ‘কোচিং স্টাফের ব্যাপারে সিদ্ধান্ত খেলোয়াড়দের মধ্যে কোনো প্রভাব ফেলবে না। তবে যদি কোনো খেলোয়াড়ের সাথে কোচদের বেশি অন্তরঙ্গতা থাকে সেটা আলাদা ব্যাপার। তবে আমার মনে হয় আসন্ন সিরিজে কোনো সমস্যা হবে না।’

শ্রীলঙ্কার বর্তমান কোচের প্রধান কোচ হাথুরুসিংহে, ব্যাটিং কোচ জন লুইস ও ফিল্ডিং কোচ স্টিভ রিক্সনকে ছেড়ে দেয়ার পক্ষে নন লঙ্কান বোর্ড প্রেসিডেন্ট। তবে মন্ত্রীর সাথে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।

শ্রীলঙ্কান সংবাদমাধ্যমের তথ্যানুসারে, হাথুরুসিংহেকে প্রধান কোচ হিসেবে দেখতে চান না ক্রীড়ামন্ত্রী হরিন ফার্নান্দো। মূলত তাকে হঠানোর জন্যই নাকি পুরো কোচিং স্টাফেই রদবদল আনতে নির্দেশ দিয়েছেন তিনি।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

হাথুরুসিংহে যুগের অবসান, শ্রীলঙ্কার নতুন কোচ নিয়োগ

বিসিবির শর্টলিস্টে মোট পাঁচজন কোচ

হাথুরুসিংহে নন, দৌড়ে এগিয়ে মাইক হেসন!

ঈদের আগেই সাক্ষাৎকার দেবেন হাথুরুসিংহে

হাথুরুসিংহেকে হটিয়ে শ্রীলঙ্কার কোচ জয়রত্নে