Scores

হাথুরুসিংহের শিষ্যরা ‘স্কুলের বাচ্চা’!

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট সিরিজে শ্রীলঙ্কা ছিল দুর্দান্ত। তবে সাদা পোশাক বদলে রঙিন পোশাক পরে মাঠে নামতেই যেন চোখের সামনে অন্য শ্রীলঙ্কা। হোম সিরিজের সুবিধা আদায় করেও অ্যাঞ্জেলো ম্যাথিউসের দল প্রোটিয়াদের বিপক্ষে সাফল্য খুঁজে পাচ্ছে না। আর এজন্য কাঠগড়ায় মূল অভিযুক্ত দলের ফিল্ডিং।

হাথুরুসিংহের শিষ্যরা ‘স্কুলের বাচ্চা’!
লঙ্কানদের দৃষ্টিকটু ফিল্ডিংয়ের সুবাদে ডুমিনিরা রান নিয়েছেন হেসেখেলে। © রয়টার্স

সিরিজের প্রথম ও দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার ফিল্ডিং এতই বাজে ছিল যে, সবার চোখে দৃষ্টিকটু মনে হয়েছিল সহজেই। লঙ্কান অধিনায়ক ম্যাথিউসও যেন বিরক্ত দলের এমন কাজে। লঙ্কান অধিনায়ক তাই বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের বর্তমান শিষ্যদের আখ্যা দিচ্ছেন ‘স্কুল কিডস’ বা ‘স্কুলের বাচ্চা’ বলে!

প্রথমে ব্যাট করতে নেমে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ২৪৫ রানের লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা। এত স্বল্প পুঁজির পর প্রয়োজন ছিল দারুণ ফিল্ডিং। কিন্তু ‘দারুণ ফিল্ডিং’ দূরে থাক, লঙ্কানদের ফিল্ডিং এদিন ছিল যাচ্ছেতাই।

Also Read - অনন্য অর্জনে শচীনকে পেছনে ফেললেন কোহলি


ম্যাথিউস বলেন, প্রথম ব্যাটিংয়ের শুরুতেই আমরা বেশ কয়েকটি উইকেট হারিয়ে ফেলিপরে গুরুত্বপূর্ণ সময়েও উইকেট হারিয়ে পরিস্থিতি আর সহজ করতে পারিনিমাত্র ২৪৪ রান ডিফেন্ড করতে নেমে আমরা ক্যাচগুলোও লুফে নিতে পারিনি।’

দলীয় সংগ্রহ কম হওয়ার বিপরীতে ভালো ফিল্ডিং করতে পারেননি- এটি নির্দ্বিধায় স্বীকার করে নিচ্ছেন ম্যাথিউস। আর হারের পর ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই হয়ত, বাজে ফিল্ডিংয়ের কারণে নিজেদের দাবি করলেন ‘স্কুলের বাচ্চা’ হিসেবে!

ম্যাথিউস বলেন, আপনি যখন এতো কমে রান সংগ্রহ করবেন তখন ফিল্ডিংয়ের সব সুযোগ কাজে লাগাতে হবেকিন্তু আমরা ভূতুড়ে এক দিন পার করলাম মাঠেবোলাররাও খুব ভালো করতে পারেনিসবমিলিয়ে আমাদের ফিল্ডিংয়ের সময় আমরা স্কুলের বাচ্চা হয়ে গিয়েছিলাম

উল্লেখ্য, পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দু’টি জিতে ইতোমধ্যে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৫, ৮ ও ১২ আগস্ট।

আরও পড়ুন: ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে রানাতুঙ্গার ভাষ্য

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

করুণারত্নে-ম্যাথিউসের লড়াইয়ের পরও লঙ্কার বড় হার

চার সপ্তাহের জন্য মাঠের বাইরে ম্যাথিউস

মেন্ডিস-ম্যাথিউস শেখালেন— ধৈর্য কাকে বলে!

টি-২০ দলেও নেই ম্যাথিউস, ডাক পেলেন মালিঙ্গা

সিইওকে চিঠি দিয়ে বোমা ফাটালেন ম্যাথিউস