Scores

হাথুরুসিংহের সিদ্ধান্তে মুশফিকও বিস্মিত

জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া অন্যদের মতো মুশফিকুর রহিমকেও অবাক করেছে। রোববার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ম্যাচ হারার পর পরাজিত রাজশাহী কিংস দলের আইকন ক্রিকেটার এ প্রসঙ্গে কথা বলেন সংবাদমাধ্যমের সঙ্গে।

হাথুরুসিংহের বিদায়ে মুশফিকও বিস্মিত

নিজের বিস্ময় প্রকাশ করে মুশফিক বলেন, ‘সিদ্ধান্ত কী হয়েছে, এখনও বলতে পারছি না। তবে আর সবার মত আমিও শকড। কারণ শেষ সফরেও আমরা একসঙ্গে ছিলাম, একসঙ্গে কাজ করেছি। জানি না কি কারণে হয়েছে।’

Also Read - গেইল-ম্যাককালামের অপেক্ষায় রংপুর


তবে মুশফিক জানান, আপাতত বিপিএলেই মনোযোগ ক্রিকেটারদের, ‘তবে সেটার দায়িত্বে বিসিবি আছে। এখন বিপিএল চলছে, অনেক বড় টুর্নামেন্ট। এর ভেতরে আমরা এখানেই মনোযোগ দিচ্ছি। বাইরের যা কিছু আছে, বিসিবির কাজ করছে।

জানা গেছে, হাথুরুসিংহেকে স্বপদে ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। যদিও শ্রীলঙ্কান কোচ তার সিদ্ধান্তে অনড় বলেই ইঙ্গিত দিচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তার বাংলাদেশের কোচের পরিচয় সরিয়ে নেওয়া। অন্য সবার মতো মুশফিকেরও চাওয়া, দ্রুতই পরিষ্কার হোক কোচের অবস্থান।

তিনি বলেন, ‘সব ঠিকঠাক হয়ে গেলে ভালো। না হলে সেটা বিসিবি ও কোচের ব্যাপার। কারণ আমরা শেষ সফরে ছিলাম। জানিও না কখনও কিভাবে এটা হলো। আমি কোনো মন্তব্য করতে পারব না। যেটাই হবে, আশা করি, আল্লাহ যা করবেন, ভালোর জন্যই করবেন। যত তাড়াতাড়ি সমাধান হয়, তত ভালো। বিপিএলের পর খুব দ্রুতই আমাদের সিরিজ আছে। যেটাই হোক, যেন খুব তাড়াতাড়ি মীমাংসা হয়।

ক্রিকেট অঙ্গনে গুঞ্জন, ক্রিকেটারদের সঙ্গে মনোমালিন্যের কারণেই চুক্তির মেয়াদ শেষের আগেই কাজ ছেড়েছেন হাথুরু। এ প্রসঙ্গে মুশফিক বলেন, ‘এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। উনি যদি মনে করেন কোনো সুনির্দিষ্ট ক্রিকেটার বা দলের কারও ওপর খুশি নন, তাহলে সেটা আলাদা ব্যাপার। সত্যি বলতে আমরা জানি না কেন এটা করেছেন। তিনি নিজেও কোনো বিবৃতি দেননি কারণ জানিয়ে। উনি না আসা পর্যন্ত আমাদের কাছেও পরিষ্কার নয়, আপনাদের কাছেও নয়। তিনি আসলে বোর্ডের সঙ্গে বসে যেটা ঠিক করবেন, সেটাই হয়ত হবে।’

আরও পড়ুনঃ রাজশাহীকে উড়িয়ে দিলো কুমিল্লা

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বিসিবির শর্টলিস্টে মোট পাঁচজন কোচ

হাথুরুসিংহে নন, দৌড়ে এগিয়ে মাইক হেসন!

ঈদের আগেই সাক্ষাৎকার দেবেন হাথুরুসিংহে

হাথুরুসিংহেকে হটিয়ে শ্রীলঙ্কার কোচ জয়রত্নে

হাথুরুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি