Scores

হাথুরুসিংহে একরোখা কোচ : মুমিনুল

চোখ ধাঁধানো আবির্ভাবের পর মুমিনুল হক নিস্প্রভ হয়ে পড়েছিলেন চন্ডিকা হাথুরুসিংহের কোচিংকালে। মুমিনুলের ব্যাটিং নিয়ে প্রকাশ্যে সমালোচনা করে টাইগারদের সাবেক এই কোচ বিতর্ক উসকে দিয়েছিলেন। তার অধীনে মুমিনুল সুযোগও পাননি ঠিকমত। তবে এতকিছুর পরও হাথুরুসিংহেকে ভালো কোচ মনে করেন বাংলাদেশের বর্তমান টেস্ট অধিনায়ক মুমিনুল। 

হাথুরুসিংহে একরোখা কোচ মুমিনুল

মুমিনুল মনে করেন, হাথুরুসিংহের বিরাগভাজন হওয়া তার জন্য শাপেবর হয়েছে, কারণ তিনি তখন নিজেকে আরও ভালো পারফরম্যান্সের জন্য প্রস্তুত করেছেন।

Also Read - '১০০' দুস্থ পরিবারে ঈদের হাসি ফোটালেন তাসকিন


সম্প্রতি ক্রিকাড্ডার ষষ্ঠ এপিসোডে অতিথি হিসেবে উপস্থিত হয়ে মুমিনুল বলেন, ‘কোচ আপনাকে যতই অপছন্দ করুক, আপনি ভালো পারফরম্যান্স দেখালে তাহলে কোনো সমস্যা নেই, আপনাকে খেলাতে বাধ্য। হাথুরুসিংহের সময়টা আমার জন্য একটু কঠিন ছিল। কিন্তু কঠিন হওয়াতেই আমার জন্য ইতিবাচক হয়েছে। কঠিন না হলে, বা সে যা বলেছে সেগুলো না বললে আমার খেলায় উন্নতি হত না।’

তবে হাথুরুসিংহে ‘একরোখা’ কোচ ছিলেন বলেও দাবি মুমিনুলের। জাতীয় দলের অনেক ক্রিকেটারের সাথে তাই মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল, প্রথম দিকেই যার শুরু মুমিনুলের সাথে। নিজের সিদ্ধান্ত বা ধারণা থেকে কখনোই সরে আসতে চাইতেন না সাবেক এই লঙ্কান ক্রিকেটার। ফলে মুমিনুলের মত অনেকের মনেই অভিমান আর অসন্তোষ জমে হাথুরুসিংহেকে নিয়ে।


মুমিনুল বলেন, ‘সে কড়া মাস্টার ছিল। কোচ হিসেবে খারাপ ছিল না। তবে একরোখা ছিল, তার যেটা মনে সঠিক সেটাই সঠিক। পৃথিবীতে আপনি যা মনে করবেন তাই তো সবসময় সঠিক হতে পারে না, মাঝেমাঝে ভুলও হতে পারে। এটাই… তবে কোচ হিসেবে ভালোই ছিল। একরোখা ছিল, রাগি ছিল। কোনো জিনিস সহজে নিতে পারত না।’ 

২০১৭ সালের শেষদিকে বাংলাদেশকে হুট করে বিদায় বলে শ্রীলঙ্কার প্রধান কোচের আসনে বসেন হাথুরুসিংহে। যদিও সেই লঙ্কানদের বিপক্ষেই মুমিনুল ২০১৮ সালে চট্টগ্রাম টেস্টে জোড়া শতক হাঁকিয়ে বসেন। প্রথম বাংলাদেশি হিসেবে মুমিনুলের সেই কীর্তিকে হাথুরুসিংহের অবহেলা আর অবিচারের ‘জবাব’ হিসেবে আখ্যায়িত করেছিলেন অনেকে।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

স্মিথ-ওয়ার্নারদের দলের কোচ হলেন হাথুরুসিংহে

হাথুরুর সাথে মারামারির মত অবস্থা হয়েছিল সুজনের!

“পারফর্ম না করলে আপনার বাবাও আপনাকে দলে রাখবে না”

নাসিরের চোখে হাথুরুসিংহে ‘বদমেজাজি কোচ’

হাথুরু নয়, রোডসও নয়, ক্রিকেটাররা চান অন্যরকম কোচ