Scores

হাথুরুসিংহে নিয়ে ভাবায়ই টাইগারদের খারাপ পারফরমেন্স

চন্ডিকা হাথুরুসিংহে! গেলো কয়েক মাসে দেশের ক্রিকেট অঙ্গনে সবচেয়ে আলোচিত নাম। হুট করে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব ছেড়ে ভদ্রলোক নাম লেখান নিজ দেশ শ্রীলঙ্কায়। আবার নতুন দায়িত্ব নেওয়ার পর তার প্রথম মিশন ছিল বাংলাদেশের বিপক্ষেই।

বাংলাদেশের অভিজ্ঞতা কাজে লাগিয়েছে হাথুরুসিংহে

আর এই কারণে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার লড়াই ছড়াচ্ছিল বাড়তি রোমাঞ্চ। শেষমেশ সেই রোমাঞ্চের সবটুকু কেড়ে নিয়েছে সফরকারী শ্রীলঙ্কাই। স্বাগতিক দলকে ধ্বজভঙ্গ করে দিয়ে ভালোর সবটুকু নিয়ে গেছেন লঙ্কান ক্রিকেটাররাই। আর এমন পরিস্থিতির পেছনে দেশসেরা কোচ সারোয়ার ইমরানের দর্শন, কাল হয়ে দাঁড়িয়েছে হাথুরুসিংহেকে নিয়ে অধিক ভাবনাই।

Also Read - পরাজয় নিয়ে সাবেক-বর্তমানদের ভাবনা


সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা হাথুরুকে অনেক বড় করে দেখেছি। গুরুত্বও দিয়ে ফেলেছি খুব। একজনকে যদি এত বড় করে দেখানো হয়, প্লেয়ার, কোচিং স্টাফ থেকে শুরু করে পুরো জাতি যদি হাথুরু হাথুরু করতে থাকে, তাহলে তার একটা নেতিবাচক প্রভাব তো পড়বেই।’

সিরিজ শুরুর আগে হাথুরুসিংহেকে হালকা করে দেখেছিলেন সবাই। এজন্যই অবশ্য হাই প্রোফাইল এই কোচ চলে আসছিলেন আলোচনায়! ইমরানের মতে, সেটিই হয়ে দাঁড়িয়েছে ব্যর্থতার পেছনের বিষফোঁড়া। তিনি বলেন, ‘আমরা হাথুরুকে নিয়ে অনেক বেশি ভেবেছি। চিন্তা করেছি, কথাও বলেছি। কাউকে কাউকে বলতে শুনেছি, হাথুরু তো আর খেলবে না, মাঠে পারফর্ম করবে ক্রিকেটাররা- ওসব কথা শুনেই মনে হচ্ছিল আসলে আমরা হাথুরুকে নিয়ে অনেক বেশি চিন্তা-ভাবনা করছি।’

সাবেক কোচ হওয়ায় হাথুরু জানতেন বাংলাদেশ ক্রিকেটের আদিপান্ত। সেটা কাজে লাগিয়েই মূলত সফল হয়েছেন তিনি। সেই দুর্ভাবনাও দেশি ক্রিকেটারদের ভুগিয়েছে বলে মন্তব্য সারোয়ার ইমরানের, ‘হাথুরু সাড়ে তিন বছর আমাদের দলের সাথে ছিল। আমাদের প্লেয়ারদের সব খুঁটিনাটি বিষয় সে ভাল জানে। টেকনিক্যাল ও টেকটিক্যাল সবই তার নখদর্পনে। কাজেই কারো কারো মানসিক চাপ ছিল। কেউ কেউ হয়ত মনের দিক থেকে সে কারণে খানিক দুর্বলও ছিল।’

আরও পড়ুনঃ সিনিয়রদের কাছ থেকে শেখার পরামর্শ মাশরাফির

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

হাথুরুর সাথে মারামারির মত অবস্থা হয়েছিল সুজনের!

“পারফর্ম না করলে আপনার বাবাও আপনাকে দলে রাখবে না”

নাসিরের চোখে হাথুরুসিংহে ‘বদমেজাজি কোচ’

হাথুরু নয়, রোডসও নয়, ক্রিকেটাররা চান অন্যরকম কোচ

হাথুরুর কোচিংয়ে কেন অসন্তোষ, ব্যাখ্যা দিলেন মোসাদ্দেক