Scores

হাথুরুসিংহে প্রসঙ্গে তামিমের সিডন্স যুক্তি

২০১৭ সালে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর ছিল ব্যর্থতায় ভরা। সেই সিরিজের পর টাইগারদের দায়িত্ব ছেড়ে দেন চন্ডিকা হাথুরুসিংহে। এরপর শ্রীলঙ্কা দলের প্রধান কোচ হিসেবে যুক্ত হোন। আর শ্রীলঙ্কার কোচ হবার পর হাথুরুর প্রথম সফর ছিল সাবেক দল বাংলাদেশে। টাইগার ক্রিকেটারদের সব কিছু জানা হাথুরুসিংহে কতোটা প্রভাব রাখতে পারবেন? সিরিজ শুরুর আগে এমন বিষয় নিয়েই ছিল সব আলোচনা। সিরিজের ফলাফল বলছে প্রভাব রেখেছেন হাথুরুসিংহে। তবে এই প্রসঙ্গে একমত নন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল খান।

তামিম ইকবাল - Tamim Iqbal

২০১৮ সালে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ের সাথে ত্রিদেশীয় সিরিজ দিয়ে টাইগারদের পথচলা শুরু হয়। এই সিরিজের প্রথম তিন ম্যাচে দাপটের সাথে জিতে ফাইনালে নিশ্চিত করে বাংলাদেশ। তবে ফাইনালের আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে মাত্র ৮২ রানেই গুটিয়ে যায় মাশরাফিরা। এরপর যেন আর খুঁজে পাওয়াই গেলো প্রথম তিন ম্যাচের বাংলাদেশ দলকে। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হার, টেস্ট সিরিজ হার, টি-টোয়েন্টিতেও বাজেভাবে হেরেছে রিয়াদরা। টাইগারদের এমন ব্যর্থতায় কারণ খুঁজতে অনেকেই টাইগারদের সম্পর্কে হাথুরুসিংহের সবকিছু জানাকেই সামনে আনছেন। হাথুরুসিংহেকেই প্রধান ফ্যাক্টর বলা হচ্ছে।

Also Read - বাংলাদেশ 'বাজে দল' হয়ে গেছে, মানতে নারাজ তামিম


তবে এমনটা মানতে নারাজ তামিম ইকবাল খান। সম্প্রতি জাতীয় দৈনিক প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে তামিম বলেন, ‘দেখুন, সিরিজের ফল যা হয়েছে তাতে তিনি (হাথুরুসিংহে) এখন যেকোনো কথা বলতে পারেন। আমাদেরও সেগুলো মুখ বুজে শুনতে হবে। কিন্তু ফল যদি বিপরীত হতো, এই হাথুরুসিংহেই তখন আর কোনো কথা বলতেন না। কোনো সন্দেহ নেই, সিরিজ শেষে তিনি যেটা বলেছেন, সেটা ভুল নয়। আমাদের সম্পর্কে তিনি অনেক কিছুই জানেন। কিন্তু এটা তো সব দলই সব দল সম্পর্কে জানে। একটা দলের খেলোয়াড়দের সম্পর্কে ধারণা নেওয়া এখনকার দিনে কোনো রকেটবিজ্ঞান নয়। তথ্যপ্রযুক্তির এই যুগে গোপন বলে কিছু নেই। যদি হাথুরুসিংহেই শ্রীলঙ্কার সাফল্যের কারণ হয়ে থাকেন তাহলে জেমি সিডন্স আসার পর আমরাও অস্ট্রেলিয়ার বিপক্ষে সব ম্যাচ জিততাম। তিনিও তো অস্ট্রেলিয়ার সহকারী কোচ ছিলেন। কই আমরা তো অস্ট্রেলিয়ার সঙ্গে পারিনি!’

[আরও পড়ুনঃ টুইটারে গিবস-অশ্বিনের দ্বন্দ্ব!]

Related Articles

আবারো বাংলাদেশের কোচ হতে চান হাথুরুসিংহে

হাথুরুসিংহের প্রতি কৃতজ্ঞ সাইফউদ্দিন

স্মিথ-ওয়ার্নারদের দলের কোচ হলেন হাথুরুসিংহে

হাথুরুর সাথে মারামারির মত অবস্থা হয়েছিল সুজনের!

“পারফর্ম না করলে আপনার বাবাও আপনাকে দলে রাখবে না”