Scores

হাথুরুসিংহে যুগের অবসান, শ্রীলঙ্কার নতুন কোচ নিয়োগ

আনুষ্ঠানিকভাবে শ্রীলঙ্কার ক্রিকেটে চন্ডিকা হাথুরুসিংহে যুগের অবসান ঘটল। বাংলাদেশকে বিদায় বলে এই লঙ্কান নিজ দেশের জাতীয় দলের কোচের আসনে বসেছিলেন। তবে নানা বিতর্ক আর দ্বন্দ্বের জেরে নিজের আসন পাকাপোক্ত করতে পারেননি।

শ্রীলঙ্কার নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মিকি আর্থার, যিনি সর্বশেষ বিশ্বকাপে পাকিস্তান জাতীয় দলের কোচ ছিলেন।

Also Read - ‘অনৈতিক প্রস্তাব’ দিয়ে নিষিদ্ধ বিপিএল কর্মকর্তা


বিশ্বকাপের পর আর্থারের কোচিংয়ে নাখোশ হয়ে পাকিস্তান তাকে বিদায় জানিয়ে স্বদেশী মিসবাহ উল হককে প্রধান কোচের আসনে বসায়। যদিও তার অধীনেই পাকিস্তান জিতেছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি।

তবে কোচদের যে ‘বেকার’ বসে থাকতে হয় না, শ্রীলঙ্কা সেটিই প্রমাণ করল। নতুন করে আরেকটি জাতীয় দলের দায়িত্ব এখন আর্থারের কাঁধে।

আর্থার শ্রীলঙ্কা জাতীয় দলের ১১তম প্রধান কোচ। তার পূর্বসূরি হাথুরুসিংহের সাথে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) চুক্তি ছিল ২০২০ সাল পর্যন্ত। তবে বনিবনা না হওয়ায় সেই চুক্তির আগেই হাথুরুসিংহেকে বিদায় জানিয়ে দেয় শ্রীলঙ্কা। আর্থারের সাথে এসএলসির চুক্তি দুই বছরের হতে যাচ্ছে বলে জানা গেছে।

৫১ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান কোচ যে দলের কোচ ছিলেন, সেই পাকিস্তানই শ্রীলঙ্কার কোচ আর্থারের প্রথম প্রতিপক্ষ। চলতি মাসেই শ্রীলঙ্কা জাতীয় দল যাবে পাকিস্তান সফরে, খেলবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। এই সিরিজই আর্থারের প্রথম অ্যাসাইনমেন্ট।

আর্থার পাকিস্তানের আগে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাকেও কোচিং করিয়েছেন। তিনি দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত হাথুরুসিংহের অনুপস্থিতিতে লঙ্কানদের কোচিং সামলেছেন অন্তর্বর্তীকালীন কোচ রুমেশ রত্নায়েকে।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

Related Articles

হাথুরুর সঙ্গে ক্রিকেট নিয়ে কাজ করতে পারতাম : সুজন

হাথুরুসিংহেকে নিয়ে তীব্র ক্ষোভ উগড়ে দিলেন বিজয়

চন্ডিকাকেই উপযুক্ত কোচ ভাবেন সুজন

আবারো বাংলাদেশের কোচ হতে চান হাথুরুসিংহে

হাথুরুসিংহের প্রতি কৃতজ্ঞ সাইফউদ্দিন