Scores

হামলার পর টনক নড়েছে নিউজিল্যান্ড ক্রিকেটের!

নিউজিল্যান্ডকে নিয়ে সবার ধারণা যেন পাল্টে গেছে একটি ঘটনায়ই। যে দেশ বিশ্ব শান্তি সূচকে প্রথম সারিতে অবস্থান করে সেই দেশেই এমন সন্ত্রাসী হামলা!

হামলার পর টনক নড়েছে নিউজিল্যান্ড ক্রিকেটের

শুক্রবার (১৫ মার্চ) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের আল নূর মসজিদে সন্ত্রাসী ব্রেন্টন ট্যারেন্টের সশস্ত্র হামলায় প্রাণ হারান প্রায় ৫০ জন মুসলিম। অল্পের জন্য ঐ হামলা থেকে বেঁচে যান বাংলাদেশের ক্রিকেটাররা, যারা কিছুটা বিলম্বেই মসজিদের পথ ধরেছিলেন। আর মিনিট পাঁচেক আগে মসজিদে পৌঁছালে হামলার শিকার হতেন তারাও।

Also Read - ট্রমা কাটাতে সময় লাগবে: তামিম


ক্রিকেটীয় আপ্যায়নের দিক থেকে নিউজিল্যান্ডের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা নিউজিল্যান্ড ক্রিকেট কখনই নিরাপত্তায় বিশেষ নজর দেয় না। আসলে নজর দেওয়ার প্রয়োজনও পড়েনি। নিউজিল্যান্ডে দুর্নীতি বা সন্ত্রাসবাদ নেই বললেই চলে। এই কারণে নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দলের সাথেও কোনো নিরাপত্তা প্রটোকল ছিল না। এমনকি খেলোয়াড়রা নামাজে যাওয়ার সময় স্থানীয় লিঁয়াজো কর্মকর্তাও সাথে ছিলেন না।

যদিও ঠিক উল্টো চিত্র দেখা যায় বাংলাদেশে। এখানে বাসে ঢিল ছুঁড়লেও একে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে তুলনা করার নজির রয়েছে। এমনকি নিরাপত্তার অজুহাত দেখিয়ে অনেক দলের সফরে না আসার দৃষ্টান্তও রয়েছে, যদিও কোনো দেশের রাষ্ট্রপ্রধান এলে যে নিরাপত্তা পান বাংলাদেশ সফরে আশা ক্রীড়া দলগুলোও পায় প্রায় একই সুবিধার নিরাপত্তা ব্যবস্থা।

তবে ক্রাইস্টচার্চের হামলার ঘটনায় নড়েচড়ে বসেছে নিউজিল্যান্ডের ক্রিকেট অঙ্গন। এই হামলার পর নিউজিল্যান্ডের নিরাপত্তা ব্যবস্থা বদলে ফেলার আশ্বাস দিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইটস।

তিনি বলেন, ‘এটা অনেক বেদনাদায়ক একটি ঘটনা। আন্তর্জাতিক ক্রীড়া ক্ষেত্রে আমরা যেভাবে আপ্যায়ন করে থাকি তার পুরোটা বদলে দেবে এই ঘটনা। আমি মনে করি সবকিছু পালটে গেছে এখনই।’

তবে নিউজিল্যান্ডের নিরাপদ অবস্থা সম্পর্কে যে ধারণা ছিল তা এই একটি ঘটনায়ই নিঃশেষ হয়ে গেছে বলে মনে করেন হোয়াইট। তিইন বলেন, ‘আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থায় গভীর নজর রাখবো। আমি মনে করি নিউজিল্যান্ড স্বর্গের মত নিরাপদ- এমন ধারণা এখন চলে গেছে।’

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

রান, উইকেট ও ক্যাচ সব শূন্য; তবুও ম্যাচসেরা

বিসিবির মত খেলোয়াড়দের সুসংবাদ দিল পিসিবিও

অভিমানে অবসরে অস্ট্রেলিয়ান ক্রিকেটার

আসিফ-আমির-বাটদের ফাঁসিতে ঝোলানো উচিৎ!

শখের জিনিস নিলামে তুলছেন ওয়াসিম-গফ