Scores

হাম্বানটোটায় খুলে নেওয়া হল মাঠকর্মীদের ট্রাউজার!

সদ্য সমাপ্ত শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে দেশটির দুর্গম অঞ্চল হাম্বানটোটায়। ঐ তিন ম্যাচে দায়িত্ব পালনের জন্য অস্থায়ীভাবে নিয়োগ পেয়েছিলেন ১০০ মাঠকর্মী।

প্রতিদিন ১০০০ রুপী বেতনের বিনিময়ে কাজ করা মাঠকর্মীরা সিরিজের নির্দিষ্ট সকল দায়িত্ব পালন শেষে বেতন আনতে গেলে শিকার হন অদ্ভুত পরিস্থিতির। এসময় তাদের কাছে দায়িত্ব পালনরত অবস্থায় পরিহিত থাকা ট্রাউজার ফেরত চায় মাঠ কর্তৃপক্ষ তথা শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

Also Read - শাস্ত্রীই হলেন ভারতের কোচ


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হয় মাঠকর্মীদের অন্তর্বাস পরা ছবি, যারা তাদের বেতন বুঝে নিতে কর্তৃপক্ষের কথামতো ট্রাউজার খুলে জমা দিয়েছেন।

যদিও এমন ঘটনায় ক্ষমা চেয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। এক বিবৃতিতে দেশটির ক্রিকেট বোর্ড জানায়, ‘এমন কাজের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত না কঠোর ব্যবস্থা নেওয়া হয়, এমন সম্মানহানিকর কাজের জন্য শ্রীলঙ্কা ক্রিকেট দুঃখ প্রকাশ করছে। একইসাথে মাঠকর্মীদের ক্ষতিপূরণ দেওয়ারও প্রতিশ্রুতি দিচ্ছে।’

উল্লেখ্য, মাঠে ও মাঠের বাইরে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার। প্রত্যাশা পূরণে ব্যর্থ চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা নিজ দেশে ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছিল অপেক্ষাকৃত দুর্বল দল জিম্বাবুয়ের। যদিও সফরকারীদের কাছে ৩-২ ব্যবধানে সিরিজ হেরে লজ্জায় পড়েছে দলটি।

  • সিয়াম চৌধুরী, প্রতিবেদক, বিডিক্রিকটাইম
নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার স্কোয়াডে কেন এত খেলোয়াড়?

প্রস্তুতি ম্যাচেই বড় পরীক্ষা দিতে হবে টাইগারদের

কড়া নিরাপত্তায় কলম্বো পৌঁছাল বাংলাদেশ দল

অস্ট্রেলিয়ায় আবাস গড়বেন মালিঙ্গা

অধিনায়ক তামিমের চোখে ‘গুরুত্বপূর্ণ’ ও ‘চ্যালেঞ্জিং’ সিরিজ