Scores

হারতে হারতেই শ্রীলঙ্কার লজ্জার বিশ্বরেকর্ড

২০১৭ সালটা ভুলে যেতে চাইবে শ্রীলঙ্কা। বছরের শুরুটা যেমন হয়েছিল শেষটাও তেমন, সবই পরাজয়ের গল্প। যার ফলে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি হারের রেকর্ড করেছে শ্রীলঙ্কা।

২০১৭ সালে টানা তিন হার দিয়ে অনেক বাজেভাবে বছর শুরু করেছিল শ্রীলঙ্কা। শেষটা হয়েছে টানা ৫ হার দিয়ে। বছরের মাঝামাঝি ছিল ভয়াবহ অবস্থা। জুনে জিম্বাবুয়ের সাথে ঘরের মাটিতে একদিনের সিরিজ হেরেছে অন্যদিকে জুলাই-সেপ্টেম্বরে হেরেছে টানা ৯ ম্যাচ। এরপর অক্টোবরে পরাজয়ের মুখ দেখতে হয়েছে টানা ৮ বার। ২০১৭ সালে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে ৫৭টি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। এর মাঝে জয়ের দেখা পেয়েছে মাত্র ১৪টি ম্যাচে। অন্যদিকে পরাজয় ৪০টি ম্যাচে। ২টি টেস্ট ছিল ড্র ও আর একটি ম্যাচ ছিল পরিত্যক্ত।

Also Read - বেসবলের হাতল নিয়ে ব্যাটিংয়ে ম্যাককালাম!


এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি ম্যাচ হারার লজ্জার রেকর্ড এখন শ্রীলঙ্কার দখলে। এর পূর্বে এই রেকর্ড ছিল জিম্বাবুয়ের। ২০১৫ সালে ৪২ টি ম্যাচ খেলে ৯টি জয়ের বিপরীতে হেরেছিল ৩২টি ম্যাচ। পরের রেকর্ডটাও জিম্বাবুয়ের। ২০০১ সালে ৩১টি ম্যাচ হেরেছিল জিম্বাবুয়ে। তালিকার চতুর্থ স্থানে আছে বাংলাদেশ। ২০০৮ সালে ৩১টি ম্যাচ হেরেছিল হাবিবুল বাশার সুমনরা। পঞ্চম স্থানে থাকা পাকিস্তানের হারও ৩১টি। ২০১০ সালে হারের রেকর্ড করেছিল পাকিস্তান।

উল্লেখ্য, নতুন বছরে শ্রীলঙ্কার প্রথম সিরিজ বাংলাদেশ-জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ। এরপর বাংলাদেশের সাথে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে শ্রীলঙ্কা।

[আরও পড়ুনঃ জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার জন্য পৃথক পরিকল্পনা]

আসন্ন ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের জন্য পৃথক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে টিম বাংলাদেশ। এই সিরিজে বাংলাদেশের নেই কোনো প্রধান কোচ। টেকনিক্যাল ডিরেক্টরের ভূমিকায় থাকা খালেদ মাহমুদ সুজনই কোচিং করাচ্ছেন মুশফিক-তামিমদের। সিরিজ নিয়ে যত পরিকল্পনা, সব তাই জানা যাচ্ছে তার কাছ থেকেই। মঙ্গলবার সংবাদমাধ্যমের সাথে আলাপকালে সুজন জানান, শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের জন্য দলের রয়েছে পৃথক পরিকল্পনা। ]

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

বাংলাদেশকে হারিয়েই ফাইনাল খেলতে চায় জিম্বাবুয়ে

শ্রীলঙ্কাকে বিদায় করে দেওয়ার হুমকি জিম্বাবুয়ের

শ্রীলঙ্কাকে হারিয়ে উড়ছে জিম্বাবুয়ে

শ্রীলঙ্কার মাটিতে জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ জয়

জয়ের পর জিম্বাবুয়েকে জরিমানা