হারলেও র্যাংকিংয়ে এগিয়েছেন মুমিনুল-রিয়াদ

শুধু আমলা ও এলগারই নন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসিসও দুই ধাপ এগিয়ে এসেছেন। বর্তমান তাঁর অবস্থান ১৬ নম্বরে। অন্যদিকে টেম্বা বাভুমা ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে উঠে এসেছেন। বর্তমান টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় তাঁর অবস্থান ৩৬ নম্বরে। এদিকে বাংলাদেশের ব্যাটসম্যানরা খুব বেশি সুবিধা করতে না পারলেও এগিয়েছেন মুমিনুল হক ও মাহমুদউল্লাহ রিয়াদ। এক ধাপ এগিয়ে মুমিনুলের বর্তমান অবস্থান ৩৭ নম্বরে অন্যদিকে দুই ধাপ এগিয়ে রিয়াদ আছেন ৫২ নম্বরে।
বোলারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা এক ধাপ এগিয়ে আছেন ৫ নম্বরে। অন্যদিকে টাইগারদের বিপক্ষে দুই ইনিংসে ৭ উইকেট নেয়া কেশাভ মহারাজ এগিয়েছেন ৫ ধাপ। ক্যারিয়ার সেরা ১৮ নম্বরে অবস্থান করছেন এই স্পিনার।
Also Read - আতাহারের চোখে ভুল 'দুইটি'আইসিসির প্রকাশিত এই টেস্ট র্যাংকিংয়ে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। তাঁর রেটিং পয়েন্ট ৯৩৬। এদিকে বোলারদের মধ্যে শীর্ষে জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের এই পেসারের রেটিং পয়েন্ট ৮৯৬। অন্যদিকে টেস্টের অলরাউন্ডার র্যাংকিংয়ে এখনো শীর্ষে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে নিজেকে বিশ্রামে রাখা এই ক্রিকেটারের রেটিং পয়েন্ট ৪৪৬।