হারিয়ে ফেলা বিশ্বকাপের মেডেল খুঁজে পেয়েছেন আর্চার!
করোনাভাইরাসের কারণে অচল অবস্থা ইংল্যান্ডে। ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশটিতে জারি করা হয়েছে লকডাউন। এই লকডাউনেই ঘুম হারাম হয়ে গিয়েছিল ইংল্যান্ড জাতীয় দলের পেসার জফরা আর্চারের। আর তা মূলত করোনাভাইরাসের জন্য নয়। আর্চার দিশেহারা হয়ে পড়েছিলেন ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয়ের মেডেল হারিয়ে! অবশেষে আর্চার অতিথিদের জন্য বরাদ্দ বাড়ির বেডরুমে মেডেলটি খুঁজে পেয়েছেন।
বার্বাডোজের এই ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে গত বিশ্বকাপে অংশ নেন। দুর্দান্ত পারফরম্যান্সে দলকে বিশ্বকাপ জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। লর্ডসের ফাইনালে নিউজিল্যান্ডকে হারাতে সুপার ওভারে লড়তে হয়েছিল ইংলিশদের। স্বাগতিক দলের পক্ষে মহাগুরুত্বপূর্ণ সুপার ওভারটি করেছিলেন আর্চারই।
Also Read - চাহালের টিকটক ভিডিও নিয়ে গেইলের বিদ্রুপ
বার্বাডোজ থেকে গত মাসে লন্ডনে আসেন আর্চার। এসেই আটকা পড়েন লকডাউনে। এরপর বাসা বদলাতে গিয়ে হারিয়ে ফেলেন মেডেল। আর্চার জানিয়েছিলেন, পুরনো বাসায় নিজেরই একটি পোর্ট্রেটে ঝুলিয়ে রেখেছিলেন মেডেলটি। নতুন ফ্ল্যাটে পোর্ট্রেট পেলেও খুঁজে পাচ্ছিলেন না মেডেল। এক সপ্তাহ নিজের ঘর তন্নতন্ন করে খুঁজেও হতাশ হয়েছিলেন।
তবে অবশেষে আর্চার তার অমুল্য রতন খুঁজে পেয়েছেন। টুইটারে এক পোস্টের মাধ্যমে আর্চার নিজেই জানিয়েছেন বিষয়টি। তিনি বলেন-
‘যাচ্ছেতাইভাবে অতিথি কক্ষ হাতড়াতে গিয়েই মেডেলটি পেয়ে গেছি!’
টুইটারে আর্চার খুঁজে পাওয়া মেডেলের একটি ছবিও সংযুক্ত করেছেন। নরম তোষকের উপর রাখা মেডেলটির পাশে শোভা পাচ্ছে সর্বশেষ অ্যাশেজে অর্জিত একটি মেডেলও।
মেডেল খুঁজে পেলেও আর্চারকে অবশ্য লকডাউনেই আটকে থাকতে হচ্ছে। ইংল্যান্ডে এখন পর্যন্ত দেড় লক্ষাধিক মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
Randomly searching the guest bedroom and boom ? pic.twitter.com/EPNC55tN37
— Jofra Archer (@JofraArcher) April 26, 2020
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।