হারের দায় বোলারদের দিচ্ছেন না টেইট
ইংল্যান্ডের বিপক্ষে গতকালের ম্যাচে স্রেফ উড়ে গেছে পাকিস্তান। ইংলিশ ব্যাটার ফিল সল্টের তাণ্ডবে ৮ উইকেটের বড় জয় পেয়েছে ইংল্যান্ড। তবে এই হারে বোলারদেরকে দোষ দিতে নারাজ শন টেইট।

হারের দায় বোলারদের দিচ্ছেন না টেইট
রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত হয়েছে - 2022-10-01T21:53:00+06:00
আপডেট হয়েছে - 2022-10-01T21:53:00+06:00
খেলার সারসংক্ষেপ
শন টেইট। ছবিঃ গেটি ইমেজস
ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসেই হাসি হাসি মুখে টেইটে বলেন, ‘যখনই বাজেভাবে দল হারে, তারা আমাকে পাঠায়।’ সন্দেহ নেই, রসিকতা করেই বলেছেন। তবে পরবর্তীতে ম্যাচ সম্পর্কেও কথা বলেছেন তিনি। বোলারদের বাজে পারফরম্যান্সের পরও আগলে রেখেছেন শিষ্যদের। তার মতে, ইংল্যান্ডের ভালো ব্যাটিংয়ের কারণেই পাকিস্তান ম্যাচ হেরেছে।
পাকিস্তান-ইংল্যান্ডের মধ্যকার চলমান সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ৬ষ্ঠ ম্যাচে পাকিস্তানকে অনায়াসে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড। এই জয়ের মাধ্যমে সিরিজে ৩-৩ সমতা আনলো তারা। মূলত ফিল সল্ট এবং অ্যালেক্স হেলসের ব্যাটিং তাণ্ডবের ফলেই জয়ের রাস্তা সুগম হয়েছে ইংল্যান্ডের। পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ১৭০ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে প্রথম ৩ ওভারেই ৫০ রান করে ফেলে ইংল্যান্ড। ব্যাটিংয়ের এমন তাণ্ডব চলতেই থাকে। শেষমেশ ৮ উইকেট ও ৩৩ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা। ফিল সল্ট খেলেন ৪১ বলে ৮৮ রানের দুর্দান্ত এক ইনিংস।
তবে এতকিছুর পরেও বোলারদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে চাচ্ছেন না টেইট। তিনি জানান, ‘তারা আমাদের উপর চড়াও হয়। আগ্রাসী মনোভাব নিয়ে নেমেছিল, প্রতি বলেই বাউন্ডারি মারার চেষ্টা ছিল তাদের। প্রথম তিন ওভার এটা কাজে দেয়। আর এতে আমাদের বোলাররা ছন্দ কিছুটা হারিয়ে ফেলে। আমরা খুব বেশি বাজে বল করিনি, তারা দারুণ ব্যাটিং করেছে। মাঝেমধ্যে ব্যাটিং দলকেও কৃতিত্ব দিতে হবে।’
টেইট আরও জানান, ‘আমরা আরও ভালো বোলিং করতে পারতাম, কিন্তু কিছুটা আলগা বোলিং করেছি। টি-টোয়েন্টি ক্রিকেটে এমন হয়। এই সিরিজেও যেমন উত্থান-পতন হচ্ছে।’
পাকিস্তান ক্রিকেট দল। ছবিঃ গেটি ইমেজস
তবে এখনও সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী টেইট, ‘আমরা পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে পারি। আশা করি, ভালো বোলিং করব এবং ম্যাচটি জিতব। তবে সিরিজটিতে দারুণ লড়াই হচ্ছে। আমরা ভালো বোলিং করেছি, মাঝে মধ্যে আবার করিনি।’
আগামীকাল রবিবার (২ অক্টোবর) সিরিজ নির্ধারণী সপ্তম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।
বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।