██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.

হার্দিককে ওয়ানডেতে ফেরার পথ বাতলে দিলেন শাস্ত্রী

হার্দিক ওয়ানডেতেও খেলতে পারবেন বলে বিশ্বাস শাস্ত্রীর।

হার্দিককে ওয়ানডেতে ফেরার পথ বাতলে দিলেন শাস্ত্রী

হার্দিককে ওয়ানডেতে ফেরার পথ বাতলে দিলেন শাস্ত্রী

রাইসান কবির

রাইসান কবিরক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত হয়েছে - 2024-07-29T16:25:21+06:00

আপডেট হয়েছে - 2024-07-29T16:25:21+06:00

আইপিএলের খারাপ সময় কাটিয়ে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে চেনা ছন্দে ফিরেছেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্সে চিনিয়েছেন নিজের জাত। সেই সাথে ফাইনালে তার করা দারুণ শেষ ওভারের ফলে বিশ্বকাপটা জিতেছে টিম ইন্ডিয়া।    [গুগল নিউজে বিডিক্রিকটাইম ফলো করুন]

  হার্দিক পান্ডিয়া। ছবি : গেটি ইমেজস
বিশ্বকাপ শেষে শ্রীলঙ্কা সফরের টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেলেও ওয়ানডের স্কোয়াডে জায়গা হয়নি হার্দিকের। এছাড়া টি-টোয়েন্টিতে এর আগে সহ-অধিনায়ক থাকলেও রোহিত শর্মার অবসরের পর নতুন অধিনায়ক হিসেবে হার্দিককে বেছে নেয়নি ভারত। সূর্যকুমার যাদব হয়েছেন টি-টোয়েন্টির নতুন অধিনায়ক, সেই সাথে সহ-অধিনায়ক করা হয়েছে শুবমান গিলকে।


ওয়ানডেতে দলে নিয়মিত হওয়ার ব্যাপারে হার্দিককে কিছু টোটকা দিয়েছেন ভারতের সাবেক কোচ এবং বর্তমানের জনপ্রিয় ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। সম্প্রতি দ্যা আইসিসি রিভিউতে শাস্ত্রী বলেছেন, ‘আমার মনে হয় হার্দিকের খেলে যাওয়াটা বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি বিশ্বাস করি ম্যাচ ফিটনেসের বিষয়টি খুবই জরুরি। ফলে সামনে যত আন্তর্জাতিক টি-টোয়েন্টিই থাকুক না কেন, তাকে যত বেশি সম্ভব খেলে যেতে হবে। সে যদি শক্ত এবং ফিট থাকেম, তাহলে নিশ্চিতভাবেই সে ওয়ানডে দলের বিবেচনাতেও চলে আসতে পারবে।’

বিডিক্রিকটাইম এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।

 

শাস্ত্রী আরও বলেছেন, ‘তবে অবশ্যই বোলিং অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। যদি দলে এমন কেউ থাকে যে কেবল তিন ওভার বোলিং করছে যেখানে ওয়ানডে ম্যাচে ১০ ওভার করতে হয় তাহলে নিশ্চিতভাবেই দলের ভারসাম্য কিছুটা ধাক্কা খাবে। ফলে সে যদি টানা ৮-১০ ওভার বল করে যেতে পারে এবং যেভাবে সে ব্যাট করে তা করতে পারে, আমি মনে করি সে ওয়ানডেতেও খেলতে পারবে।’

 

বোলিংয়ের পাশাপাশি ফিটনেসও একটি দুশ্চিন্তার জায়গা হার্দিক পান্ডিয়ার মত। ২০১৮ সালের এশিয়া কাপে পাকিস্তান ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল হার্দিককে। পরে সার্জারি না করিয়ে মাঠে ফিরলেও চোট পিছু ছাড়েনি। চোট আবার ফিরে আসায় শেষমেশ সার্জারি করাতে হয়েছিল হার্দিককে।


সর্বশেষ ২০২৩ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে চোটে পড়েছিলেন হার্দিক পান্ডিয়া। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে পাওয়া চোটের ফলে বিশ্বকাপের বাকি অংশে আর খেলা হয়নি। পরে আইপিএল দিয়ে মাঠে ফিরলেও খুব একটা ভালো করতে পারেননি সেখানে। তবে ঘুরে দাঁড়ান টি-টোয়েন্টি বিশ্বকাপে। দুই বিশ্বকাপের মাঝে কোনো আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামা হয়নি হার্দিকের।

 

চলমান শ্রীলঙ্কা সিরিজেও অলরাউন্ড নৈপুণ্য দেখাচ্ছেন হার্দিক। ফিটনেসের ব্যাপারে হার্দিকের প্রতি শাস্ত্রীর ভাষ্য, ‘আসলে এটি আমার কাছে মনে হয় পুরোটা তার উপরেই নির্ভরশীল। সে নিজের শরীরের অবস্থা অন্য যে কারোর চেয়ে ভালো বুঝবে। আমি নিশ্চিত টি-টোয়েন্টি বিশ্বকাপে তার পারফরম্যান্স তাকে অনেকটা অনুপ্রাণিত করবে। যেভাবে সে দলের হয়ে দরকারের সময়ে পারফর্ম করেছে এবং বিশ্বকাপ জিতেছে, আমার মনে হয় এর ফলে সে চালিকাশক্তি পাবে। তার আর কোনো প্রকার অনুপ্রেরণা প্রয়োজন নেই ফিটনেস ঠিক করার ক্ষেত্রে।’

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ আসরে ৬ ইনিংসে ১৫১.৫৭ স্ট্রাইকরেটে ১৪৪ রান করেছেন হার্দিক পান্ডিয়া। ইনিংসের শেষ দিকে নেমে খেলেছেন দারুণ সব ক্যামিও ইনিংস। বল হাতে ৮ ম্যাচে শিকার করেছেন ১১ উইকেট। ইকোনমি রেট সাড়ে সাতের একটু উপরে। সেই সাথে ফাইনালের শেষ ওভারটি তো রয়েছেই। একদম পারফেক্ট অলরাউন্ডারের ভূমিকাই পালন করেছেন হার্দিক পান্ডিয়া। ভারতের হয়ে বিশ্বকাপটাও জিতেছেন। ঘুচেছে টিম ইন্ডিয়ার ১১ বছরের আইসিসির ট্রফি না জেতার আক্ষেপও।


বর্তমানে শ্রীলঙ্কা সিরিজে ব্যস্ত আছে ভারত। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে তারা।


বাংলাদেশের ক্রিকেটসহ আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের খবর সবার আগে পেতে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন BDCricTime Videos চ্যানেলটি।                                                        

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

একটি মন্তব্য করতেলগইনঅথবা

More

                ██████╗ ██████╗ ██████╗ ███████╗██████╗ ███████╗ ██╗    ██████╗ ██████╗ ███╗   ███╗
                ██╔════╝██╔═══██╗██╔══██╗██╔════╝██╔══██╗╚════██║███║   ██╔════╝██╔═══██╗████╗ ████║
                ██║     ██║   ██║██║  ██║█████╗  ██████╔╝    ██╔╝╚██║   ██║     ██║   ██║██╔████╔██║
                ██║     ██║   ██║██║  ██║██╔══╝  ██╔══██╗   ██╔╝  ██║   ██║     ██║   ██║██║╚██╔╝██║
                ╚██████╗╚██████╔╝██████╔╝███████╗██║  ██║   ██║   ██║██╗╚██████╗╚██████╔╝██║ ╚═╝ ██║
                 ╚═════╝ ╚═════╝ ╚═════╝ ╚══════╝╚═╝  ╚═╝   ╚═╝   ╚═╝╚═╝ ╚═════╝ ╚═════╝ ╚═╝     ╚═╝
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               
Developed By Coder71 Ltd.