Scores

হার্দিকের হাত ধরে আইপিএলেও বর্ণবাদের প্রতিবাদ

মহামারীর প্রলয়নৃত্যের মাঝেও কৃষ্ণাঙ্গদের অধিকার রক্ষায় সোচ্চার হয়ে উঠেছিল গোটা বিশ্ব। বর্ণবাদের ইতি কামনায় আন্দোলনের ঢেউ লেগেছিল ক্রিকেটেও। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ, ইংল্যান্ড-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে হাঁটু গেঁড়ে হাত উঁচু করে করা প্রতিবাদ কুড়িয়ে নিয়েছিল প্রশংসা। 

হার্দিকের হাত ধরে আইপিএলেও বর্ণবাদের প্রতিবাদ

এবার আইপিএলেও দেখা গেল এমন প্রতিবাদ। ঘটা করে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে কেউ শামিল না হলেও হার্দিক পান্ডিয়া একাকীই দাঁড়ালেন কৃষ্ণাঙ্গদের পাশে।

Also Read - বিসিবি প্রেসিডেন্টস কাপের 'সেরা একাদশ'


আইপিএলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৬০ রানের ঝড়ো এক ইনিংস খেলার পর মুম্বাই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার ক্রিজে বসে পড়েন। পরক্ষণেই স্পষ্ট হয়, তা বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ। হাঁটু গেড়ে এক হাত উঁচু করে হার্দিক বর্ণবাদের প্রতিবাদ জানান, সমঅধিকারের আবেদন জানান। মুহূর্তেই তা ক্রীড়া বিশ্বের বড় খবরে পরিণত হয়।

ইংল্যান্ড-পাকিস্তান টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ কিংবা ইংল্যান্ড-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে বর্ণবাদের দৃশ্য দেখা যায়নি। আইপিএলেও হার্দিকের আগে বর্ণবাদের বিরুদ্ধে কোনোরূপ প্রতিবাদ বা কার্যক্রম চোখে পড়েনি। তাই ক্রিকেট দুনিয়ার একটি অংশ ক্ষুব্ধ ছিলেন। আইপিএলে ব্যস্ত ক্যারিবীয় অধিনায়ক জেসন হোল্ডারও এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তারও আগে আন্তর্জাতিক ক্রিকেটে বর্ণবাদের প্রতিবাদ অদৃশ্য হয়ে পড়ায় সাবেক কিংবদন্তি মাইকেল হোল্ডিং জানিয়েছিলেন নিন্দা।

চলমান আইপিএলে অন্যরা নীরব থাকলেও হার্দিক পান্ডিয়া অবশ্য প্রশংসার সাগরে ভাসছেন। টুইটারে এক পোস্টে নিজেও জানিয়েছেন, এটি যে কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ে শুরু হওয়া ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনেরই অংশ।

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

Related Articles

শেবাগের নির্মম উপহাস নিয়ে কৌশলী অবস্থান ম্যাক্সওয়েলের

রোহিত ইস্যুতে প্রশ্ন শুনে চটে গেলেন সৌরভ

সূর্যকুমার হলো ভারতীয় ডি ভিলিয়ার্স : হরভজন

সোনা নিয়ে বিপাকে ক্রুনাল

আইপিএল ২০২০ : সেরাদের সেরা হলেন যারা