
বিশ্বকাপকে সামনে রেখে সেরা স্কোয়াড গোছাতে ব্যস্ত সব দলগুলো। এইদিকে খ্যাতিমান ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে ঘোষণা করেছেন তাঁর চোখে বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড।
বাংলাদেশের সাম্প্রতিক সিরিজগুলোর দলের সাথে খুব বেশি পরিবর্তন নেই হার্শা ভোগলের পছন্দের। তবে তাঁর দলে জায়গা পেয়েছেন সাব্বি রহমান ও মোসাদ্দে হোসেন।
তিনি তার দলে ওপেনার হিসেবে রেখেছেন তামিম ইকবাল, লিটন দাস ও ইমরুল কায়েসকে। সৌম্য সরকারকে একাদশে রাখার ব্যাপারে তিনি বলেন, “আমি জানি সৌম্য সরকার ওপেনিংয়ের কাজটা ভালোই পারে। যদি তাকে টপ অর্ডারে খেলানো হয় তবে ইমরুল বাদ যেতে পারে একাদশ থেকে। এক্ষেত্রে বাংলাদেশের হাতে অতিরিক্ত একজন বোলারও থাকবে।”
বাংলাদেশ দলের মিডল অর্ডারে হার্শা ভোগলের চোখে সেরা সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ, মিথুন ও সাব্বিররা। দলের মিডল অর্ডার সম্পর্কে হার্শা ভোগলে বলেন, “সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহদের নিয়ে গঠিত মিডল অর্ডারটা শক্তিশালী। এখানে মোহাম্মদ মিথুনও ভালো অপশন। সে ব্যাটিংয়ের সাথে সাথে কিপিংও করতে পারবে।”
সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেনের বিষয়ে তিনি বলেন, “আমি জানি সাব্বির এখন বিতর্কের মধ্যে আছে। কিন্তু আমি দেখেছি ছয়, সাতে ব্যাটিংয়ে নেমে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়ার ক্ষমতা তাঁর আছে। আমি মোসাদ্দেক হোসেনকে অলরাউন্ডার হিসেবে স্কোয়াডে রেখেছি। সে এশিয়া কাপে ভালো খেলেছিল।”
বাংলাদেশের বোলিং অংশ নিয়ে এই ভারতীয় বলেন, “মাশরাফি, মুস্তাফিজুর, রুবেল এছাড়া সাইফউদ্দিন পেস বোলিংয়ের ভালো অপশন। আমি একমাত্র স্পিনার হিসেবে মেহেদি হাসানকে দলে রেখেছি। কারণ সাকিব একজন জেনুইন স্পিনার আছে। তাছাড়া মোসাদ্দেক ও মাহমুদউল্লাহও স্পিন করতে পারে।”
After reaching the quarterfinals of the CWC 2015, do Bangladesh have enough firepower to do well in Cricket World Cup 2019? @bhogleharsha picks his Bangladesh squad for the upcoming global event. What would your World Cup squad for Bangladesh look like? Tell us using #MyWCSquad pic.twitter.com/VoexkJXUUZ
— Cricbuzz (@cricbuzz) February 3, 2019
বিশ্বকাপের জন্য হার্শা ভোগলের বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মোর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন।