হাসান-শরিফুলের বোলিং তোপে অলআউট তামিমরা
বিকেএসপিতে ক্যারিবীয় সিরিজের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে মাহমুদউল্লাহ একাদশ ও তামিম একাদশ। মাহমুদউল্লাহ একাদশের বোলারদের বোলিং তোপে নির্ধারিত ৪০ ওভার পূর্ণ করার আগেই অলআউট হয়েছে তামিম একাদশ।
টস হেরে ব্যাট করতে নেমে তামিম একাদশ জড়ো করেছে ১৬১ রান, অলআউট হয়েছে ৩৭.২ ওভারে। জয়ের জন্য মাহমুদউল্লাহ রিয়াদদের প্রয়োজন ১৬২ রান, ৪০ ওভারে।
Also Read - ক্রীড়াঙ্গনের দায়িত্ব নিতে প্রস্তুত মাশরাফিতামিম একাদশের পক্ষে সর্বোচ্চ স্কোর এসেছে আফিফ হোসেন ধ্রুবর ব্যাটে, যিনি রান তুলেছেন দ্রুতগতিতে। ৩২ বল মোকাবেলায় ৩৫ রান করেন আফিফ, হাঁকিয়েছেন ১ চার ও ৩ ছক্কা। এছাড়া ৩ চারে তামিম ২৮ রান করেন। সমানসংখ্যক চার এসেছে ২৭ রান করা নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। সৌম্য সরকার ২৪ ও মোহাম্মদ মিঠুন ১৬ রান করেন। আর কারও স্কোর পৌঁছায়নি দুই অঙ্কের ঘরে। ৭ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ সাইফউদ্দিন। ৪ বলে ৯ রান করা মুস্তাফিজ হাঁকিয়েছেন ২টি চার।
মাহমুদউল্লাহ একাদশের পক্ষে তরুণ পেসার হাসান মাহমুদ একাই শিকার করেছেন চারটি উইকেট, সাজঘরে ফিরিয়েছেন তামিম, শান্ত, নাসুম ও রুবেলকে। এছাড়া সৌম্য ও আফিফের উইকেট শিকার করেছেন আরেক তরুণ শরিফুল ইসলাম। দুটি উইকেট পেয়েছেন আল-আমিন হোসেনও। সাকিব আল হাসান ৬ ওভার বল করে ৩১ রান বিলি করেছেন, একটি ওভার মেডেন হলেও পাননি কোনো উইকেট।
তামিম একাদশের ইনিংস হাইলাইস দেখুন-
একনজরে দুই দলের একাদশ
তামিম একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
মাহমুদউল্লাহ একাদশ : ইয়াসির আলি চৌধুরী, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, আল-আমিন হোসেন ও শরিফুল ইসলাম।
স্কোরকার্ড
টস : মাহমুদউল্লাহ একাদশ
তামিম একাদশ : ১৬১/১০ (৩৭.২ ওভার)
তামিম ২৮ (৪৩), লিটন ২ (১০), শান্ত ২৭ (৩৫), মিঠুন ১৬ (২৩), সৌম্য ২৪ (৪৬), আফিফ ৩৫ (৩২), মেহেদী ১ (৪), সাইফউদ্দিন ৭ (১০)*, নাসুম ২ (৪), রুবেল ০ (১), মুস্তাফিজ ৯ (৪)
আল আমিন ৮-০-৩২-২, সাকিব ৬-১-৩১-০, তাইজুল ৫-০-২৭-০, শরিফুল ৭.২-১-২৭-২, হাসান ৬-১-২১-৪, মিরাজ ৫-১-১৫-১
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।