Scores

“হাসিও না হাথু, শ্রীলঙ্কায় গিয়ে তোমাকে হারাবো”

২০১৭ সালে হুট করেই বাংলাদেশ দলকে বিদায় বলেন টাইগারদের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে। হাই প্রোফাইল এই কোচ বিসিবির সাথে করা চুক্তি শেষ হওয়ার অপেক্ষা না করেই নিজ দেশ শ্রীলঙ্কার প্রধান কোচের আসনে বসেন।

হেসো না হাথুরু, শ্রীলঙ্কায় গিয়ে তোমাকে হারাবো তামিম
হাথুরুসিংহে ও তামিম, যখন ছিলেন গুরু-শিষ্য। ফাইল ছবি

বাংলাদেশের ক্রিকেটে হাথুরুসিংহের অবদান কম নয়। তবে হুট করে বাংলাদেশ ছেড়ে যাওয়ায় তার প্রতি ক্ষোভ ছিল অনেকের। হাথুরুসিংহে শ্রীলঙ্কার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে এসে সিরিজ জেতে দলটি। বাংলাদেশ ও জিম্বাবুয়েকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জয়ের পরই অবশ্য লঙ্কান কোচ হাথুরুসিংহেকে চ্যালেঞ্জ ছুঁড়ে বসেছিলেন তামিম, যা পূরণ করেন মাস দুয়েক পরই- নিদাহাস ট্রফিতে।

Also Read - 'আপনারা আমাদের বেকারত্বে উল্লাস করছেন'; ক্রিকেটারের আবেগঘন বার্তা


শ্রীলঙ্কার আয়োজনে নিদাহাস ট্রফিতে অংশ নিয়েছিল বাংলাদেশ ও ভারত। সেই আসরের ফাইনালে উঠে দুই সফরকারী দল। শ্রীলঙ্কা লিগ পর্বে দুইবার বাংলাদেশের মুখোমুখি হয়েছিল, হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুইবারই জেতে বাংলাদেশ। শ্রীলঙ্কায় গিয়ে শ্রীলঙ্কাকে হারানোর এই হুমকি হাথুরুসিংহেকে আগেই দিয়ে রেখেছিলেন তামিম!

সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে আলাপচারিতায় তামিম এই মধুর স্মৃতি খোলাসা করেন। মাহমুদউল্লাহ রিয়াদের সাথে আলাপকালে তামিম বলেন, ‘হাথুরুসিংহে যখন শ্রীলঙ্কার কোচ হল, আমরা দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল হেরেছিলাম শ্রীলঙ্কার কাছে। পরেরদিন সকালে নাস্তা করতে গিয়ে হাথুরুর সাথে দেখা।’


সিরিজজয়ী কোচ তামিমকে দেখে মুচকি হাসেন, এরপরই তামিম হাথুরুসিংহেকে চ্যালেঞ্জ ছুঁড়ে বসেন। ঐ ঘটনার সাক্ষী ছিলেন টাইগারদের সাবেক ফিজিও ও সাবেক লঙ্কান ক্রিকেটার মারিও ভিল্লাভারায়ন।

তামিম বলেন, ‘হাথুরুকে তো চেনেন, দেখলে মুচকি হাসি দেয়। সেদিনও মুচকি হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ঐ জায়গায় মারিও-ও ছিল। আমি হাথুকে গিয়ে বললাম- হাথু, এত হাসিও না। আমরা তোমাদের দেশে এসে তোমাদের হারাবো।’

হাথুরুসিংহেকে বলে-কয়ে হারানোর জন্যই নয়, নিদাহাস ট্রফি তামিমের কাছে স্মরণীয় হয়ে আছে বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্সের জন্যও। তামিম বলেন, ‘নিদাহাস ট্রফি আমাদের জন্য দারুণ এক টুর্নামেন্ট ছিল।’

বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

স্মিথ-ওয়ার্নারদের দলের কোচ হলেন হাথুরুসিংহে

হাথুরুর সাথে মারামারির মত অবস্থা হয়েছিল সুজনের!

“পারফর্ম না করলে আপনার বাবাও আপনাকে দলে রাখবে না”

নাসিরের চোখে হাথুরুসিংহে ‘বদমেজাজি কোচ’

হাথুরু নয়, রোডসও নয়, ক্রিকেটাররা চান অন্যরকম কোচ