হাড়ের পরীক্ষায় নিশ্চিত হয়েছে নাসিম শাহর বয়স!
আবির্ভাবেই হইচই পাকিস্তানি পেসার নাসিম শাহকে নিয়ে। তবে সেটি শুধু তার গতির কারণেই নয়, বরং বয়সের কারণেও!
পাকিস্তানের ১৬ বছর বয়সী পেসার অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক অভিষেক ঘটান। কিশোর এই পেসারের দারুণ বোলিং নজর কেড়েছে সবার। তবে একইসাথে তুলেছে প্রশ্নও- নাসিমের বয়স কি সত্যিই ১৬? নাকি পাকিস্তান বয়স চুরি করেছে!
আন্তর্জাতিক ক্রিকেটে বয়স লুকানোর উদাহরণ কম নয়। হালের তারকা রশিদ খান বা মুজিব উর রহমানকে নিয়েও অনেক সমালোচনা হয়। যথারীতি নাসিমকে নিয়েও। ক্রিকেটের অনেক রথী-মহারথীও নাসিমের বয়স নিয়ে সমালোচনা করেছেন।
তাদের দাবি- তরুণ এই পেসারের বয়স লুকান হচ্ছে।
তবে নাসিমের বাল্যকালের কোচ সোলায়মান কাদিরের দাবি, নাসিমের বয়স আসলেই ১৬। এমনকি তার হাড়ের পরীক্ষা করে ডাক্তাররা বয়সের হিসাবে হেরফের পাননি বলেই দাবি কাদিরের।
তিনি বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড নাসিমের হাড় পরীক্ষা করিয়েছে। কয়েকজন চিকিৎসকও ওর বয়স নির্ধারণ করেছেন। একটা সময় জন্ম নিবন্ধনের প্রচলন ছিল না বলে ক্রিকেটারদের বয়স নিয়ে অনেক বিতর্ক হয়। তবে নাসিমের জন্ম নিবন্ধন আছে।’
বিপত্তি বাঁধিয়েছিল নাসিমের জাতীয় পরিচয়পত্র। ১৮ বছরের আগে একসময় পরিচয়পত্র পেতেন না পাকিস্তানিরা। সেদিকে আঙুল তুলে অনেকেই নাসিমের বয়স বেশি বলে দাবি করছিলেন। কিন্তু সম্প্রতি ১৮ বছরের কম বয়সীদেরও জাতীয় পরিচয়পত্র দেওয়ার নিয়ম করা হয়েছে।
যদিও নাসিমের বয়স যে সত্যিই ১৬, এর চেয়ে বেশি নয়- এ বিষয়ে এখনো ধোঁয়াশা থাকছেই!
প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।