Scores

হুবুহু স্মিথের ব্যাটিং নকল করলেন আর্চার

চোটের কারণে হেডিংলি টেস্ট থেকে ছিটকে গিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভ স্মিথ। তার ছিটকে পড়ার পেছনে বড় কারণ ইংল্যান্ড পেসার জোফরা আর্চার। অথচ হেডিংলি টেস্ট শুরুর আগেই কিনা স্মিথকে স্মরণ করলেন আর্চার!

২য় টেস্টে আর্চারের বাউন্সে আঘাত পান স্মিথ। ছবিঃ এএফপি

লর্ডস টেস্টে জোফরা আর্চারের একটি বাউন্স এসে আঘাত হানে স্মিথের উপর। স্মিথের মাথায় লাগলে মাটিতে পড়ে যান স্মিথ। সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়েন অস্ট্রেলিয়ার এ ব্যাটসম্যান। দ্বিতীয় ইনিংসে আর ব্যাটিং করতে নামতে পারেননি স্মিথ। তার পরিবর্তে ব্যাটিং করতে নামেন অন্য কেউ। আর্চারের কথা সেই বলটি কিনা বিপদ ডেকে আনল অস্ট্রেলিয়ার।

আর্চারের করা বলে মাথায় চোট পাওয়ার কারণে অ্যাশেজের তৃতীয় টেস্ট থেকে ছিটকে পড়েছেন স্মিথ। তৃতীয় টেস্ট না খেলতেও পারলেও দলের সঙ্গে হালকা-পাতলা অনুশীলন করেছেন স্মিথ। তবে সবচেয়ে অবাক করেছে জোফরা আর্চার। হেডিংলি টেস্ট শুরুর আগে দুই দলের ক্রিকেটাররা নিজেদের মত করে প্রস্তুতি সারছেন। ব্যাটসম্যানরা ব্যাটিং অনুশীলন এবং বোলাররা, বোলিং অনুশীলন করছেন।

Also Read - বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন তিন ক্রিকেটার


অথচ হেডিংলির নেট সেশনে দেখা যায় ভিন্ন এক চিত্র। বোলিং ছেড়ে ব্যাটিং অনুশীলন করছেন আর্চার। তাও আবার হুবুহু স্মিথের ব্যাটিং স্টাইলেই। বিশয়টি অবাক করেছে সবাইকে। অনেকে ভাবছেন স্মিথ না থেকেও তাকে স্মরণ করতেই নেট সেশনে তার মত হুবুহু ব্যাটিং নকল করে অনুশীলন করছেন আর্চার।

আর্চারের ব্যাটিং অনুশীলনের ভিডিওটি ক্রিকেট অস্ট্রেলিয়ার টুইটারে শেয়ার করা হয়। সেই পোস্টে লেখা হয়, নেটে এইটা কী স্টিভ স্মিথ নাকি জোফরা আর্চার? আজ তৃতীয় টেস্ট খেলতে মাঠে নামবে দুই দল।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।</p

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন
Tweet 20
fb-share-icon20

Related Articles

পাকিস্তান নয় দুবাইতে হবে এশিয়া কাপ

এশিয়া কাপের পথে বাধা হয়ে দাঁড়াল করোনাভাইরাস

উডের বদলি সাকিব

‘চার দিনের টেস্ট হলে সেটা টেস্টই নয়’

আফ্রিদির কাঠগড়ায় নরেন্দ্র মোদি