Scores

হেডিংলিতে খেলা হচ্ছে না স্মিথের

জফরা আর্চারের বাউন্সারে মাথায় আঘাত পেয়ে অ্যাশেজের তৃতীয় টেস্টে খেলা হচ্ছে না অস্ট্রেলীয় ব্যাটসম্যান স্টিভ স্মিথের। ফর্মে থাকা এই ক্রিকেটারকে আগামী কয়েকদিন থাকতে হবে মাঠের বাইরে।

হেডিংলিতে খেলা হচ্ছে না স্মিথের

লর্ডস টেস্টের চতুর্থ দিনে আর্চারের লাফিয়ে ওঠা একটি বল স্মিথের ঘাড়ে আঘাত হানে। এতে তিনি সাথে সাথে মাটিতে পড়ে যান। বিরতি নিয়ে সেদিনই আবার মাঠে নামলেও পঞ্চম দিন খেলতে পারেননি।

Also Read - ঢাকায় পৌঁছেছেন রাসেল ডমিঙ্গো


অস্ট্রেলিয়ার প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার জানিয়েছেন, ঐ আঘাতের প্রভাব এখনো রয়ে গেছে স্মিথের। আর তাই অংশ নিতে পারবেন না অ্যাশেজের তৃতীয় ম্যাচে। ২২ আগস্ট থেকে হেডিংলিতে শুরু হবে এবারের অ্যাশেজের তৃতীয় ম্যাচ।

স্মিথের চোট পাওয়ার বিষয়টি ছিল বেশ আলোচনায়। স্মিথ চোট পাওয়ার পর বোলার আর্চারের অভিব্যক্তি নিয়ে ওঠে সমালোচনার ঝড়। তার বাউন্সারে স্মিথ ভূপাতিত হলেও তিনি ভাবলেশহীন ছিলেন, এমনকি দূর থেকে তাকিয়ে হাসছিলেন।

স্মিথের চোটে অবশ্য লর্ডস টেস্টে কপাল খুলে যায় মার্নাস লাবুশানের। গত জুলাইয়ে কোনো ক্রিকেটারের চোটে একই ক্যাটাগরির বদলি ক্রিকেটার নামানোর নিয়ম অনুমোদন দেয় আইসিসি। এই নিয়মের আওতায় ইতিহাসের প্রথম বদলি ক্রিকেটার হিসেবে ব্যাট হাতে নামেন লাবুশানে।

অবশ্য স্মিথের বদলি হিসেবে তৃতীয় টেস্টে কাকে দেখা যাবে এটি এখনো নিশ্চিত নয়। অস্ট্রেলিয়া এখনো হেডিংলি টেস্টের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করেনি। তবে ঘোষণা করা হবে শীঘ্রই। ফর্মে থাকা টোপ অর্ডার ব্যাটসম্যান স্মিথের অভাব ঘোচানোর জন্য অজিরা কার উপর ভরসা করে, সেটিই এখন দেখার বিষয়।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ওয়েডের ‘মাথার খুলি উড়িয়ে দিতে চেয়েছিল’ আর্চার!

একাধিক রেকর্ড দিয়ে অ্যাশেজ শেষ করলেন স্মিথ

সমতায় শেষ হলো অ্যাশেজ, ট্রফি গেল অস্ট্রেলিয়ায়

অস্ট্রেলিয়ার অধিকাংশ সমর্থকই আমাকে ঘৃণা করে: মার্শ

নেতৃত্বে ফিরবেন স্মিথ!