Scores

হেড কোচের পদে আবেদন করেননি সুজন

স্টিভ রোডসের বিদায়ের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খুঁজছে নতুন কোচ। আপাতত দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, যিনি আবার কোচ নিয়োগের বিজ্ঞপ্তি পেয়ে আবেদনই করেননি।

হেড কোচের পদে আবেদন করেননি সুজন

কদিন আগেই একাধিক সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন- অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ করার চেয়ে পূর্ণ মেয়াদে দীর্ঘ সময় কাজ করতে পারলেই স্বস্তি পেতেন। এতে বাড়ত দলের সাফল্যের সম্ভাবনাও- এমনটিও বলেছিলেন। সুজনকে শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন কোচ করার ঘোষণা আসার পর প্রধান কোচ নিয়োগের দরজা খুলে দেয় বিসিবি।

Also Read - হাথুরুসিংহেকে হটানোর জন্যই কোচিং স্টাফে পরিবর্তন!


তবে প্রধান কোচের সেই পদে আবেদনই করেননি সাবেক এই অলরাউন্ডার।

দেশের পত্র-পত্রিকায় বিসিবির কোচ নিয়োগের বিজ্ঞপ্তি দেখে অনেকেই ভাবছিলেন- এই যোগ্যতাসম্পন্ন কোচ তো দেশে একজনই আছেন! তিনি খালেদ মাহমুদ সুজন। জাতীয় দলের স্থায়ী প্রধান কোচ হতে ইচ্ছুক সুজন সেই হেড কোচের পদে আবেদন করবেন, সেটাই ছিল অনুমেয়। তবে আবেদনের সময়সীমার শেষদিন অর্থাৎ বৃহস্পতিবার (১৮ জুলাই) জানা গেল, প্রধান কোচ হওয়ার ভাবনা থেকে সরে এসেছেন সুজন। আর তাই আবেদনও করেননি হেড কোচের পদের জন্য।

অবশ্য জাতীয় দলের খেলোয়াড়দের ‘কাছের মানুষ’ সুজনের এমন সিদ্ধান্তে বোর্ডের হস্তক্ষেপও রয়েছে। স্টিভ রোডসের উত্তরসূরি হিসেবে বোর্ড চাইছে ভিনদেশি কাউকেই, যেরকম চাওয়া হয়েছিল চন্ডিকা হাথুরুসিংহে চলে যাওয়ার পর। এ কারণে খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনই খালেদ মাহমুদ সুজনকে কোচের পদে আবেদন না করার পরামর্শ দিয়েছিলেন।

প্রথমবারের মত বিডিক্রিকটাইম নিয়ে এলো অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। বাংলাদেশ এবং সকল আন্তর্জাতিক ক্রিকেটের বল বাই বল লাইভ স্কোর, এবং সাম্প্রতিক নিউজ সহ সবকিছু এক মুহূর্তেই পাবেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় অনলাইন পোর্টাল BDCricTime এর অ্যাপে। অ্যাপটি ডাউনলোড করতে গুগল প্লে-স্টোর থেকে সার্চ করুন BDCricTime অথবা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন

Related Articles

ছোটবেলা থেকে সুজন ভাইয়ের স্টাইলে বল করতাম : সৌম্য

সবার বিরোধিতা করে তাসকিনকে দলে নিয়েছিলাম : সুজন

কৃতজ্ঞচিত্তে সুজনের অবদান স্মরণ রিয়াদের

সুজনকে খেলোয়াড় হিসাবে ‘মূল্য’ দিতেন না হোয়াটমোর

আকরামের কাছে সুজনের নামে নালিশ দেন ওয়াসিম